For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শহর জুড়ে প্রবীণ নাগরিকদের উপর অত্যাচারের পরিমাণ বাড়ল প্রায় ৩৮ শতাংশ

  • |
Google Oneindia Bengali News

কয়েকদিন আগেই ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর একটি পরিসংখ্যান অনুযায়ী সংগঠিত অপরাধের ক্ষেত্রে ১৮টি শহরকে পিছনে ফেলে দেশের মধ্যে সবথেকে নিরাপদ শহরের তকমা হাসিল করে নিয়েছে কলকাতা। আর ঠিক তারপরই অপর একটি পরিসংখ্যানে বয়স্ক নাগরিকদের প্রতি তিলোত্তমার 'অসহিষ্ণু’ রূপটি ধরা পড়ল।

শহর জুড়ে প্রবীণ নাগরিকদের উপর অত্যাচারের পরিমাণ বাড়ল প্রায় ৩৮ শতাংশ

জাতীয় অপরাধ পরিসংখ্যান দফতরের একটি প্রতিবেদন মারফত জানা যাচ্ছে, ২০১৬ সালের তুলনায় ২০১৭ সালে মহানগরে বরিষ্ঠ নাগরিকদের উপর হওয়া অত্যাচারের পরিমাণ প্রায় ৩৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০১৬ সালে যেখানে সর্বব্যাপী প্রবীণ নাগরিকদের উপর প্রায় ২৬টি অপরাধমূলক ঘটনা ঘটে সেখান ২০১৭ সালে তা বেড়ে দাঁড়ায় ৩৬।

অন্যদিকে রাজধানীর পাশাপাশি সাড়া রাজ্য জুড়েও বয়স্ক নাগরিকদের হওয়া অপরাধের পরিমাণও ক্রমেই বেড়ে চলেছে। ওই পরিসংখ্যানে দেখা যাচ্ছে ২০১৬ সালে রাজ্যের বিভিন্ন থানায় বয়স্ক নাগরিকদের উপর সংগঠিত ১৮৪টি অপরাধের মামলা দায়ের হয়। সেখানে ২০১৭ সালে নথিভুক্ত মামলার পরিমাণ ৩৪ শতাংশ বেড়ে দাঁড়ায় বেড়ে দাঁড়ায় ২৪৭শে।

অন্যদিকে ২০১৭ সালে মুম্বইতে বয়স্কদের উপর ঘটা নির্যাতনের প্রায় ১১১৫টি মামলা নথিভুক্ত হয়। যেখানে দিল্লিতে হয় প্রায় ৭৩৬টি, আহমেদাবাদে ৫৩৪টি ও চেন্নাইতে ৪৮৪টি। ১৯টি শহরের মধ্যে কলকাতার দশম স্থানে রয়েছে বলেও জানাচ্ছে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর ওই পরিসংখ্যান।

এই প্রসঙ্গে বলতে গিয়ে লালবাজারের এক আইপিএস অফিসার পরিসংখ্যানে 'বড়সড় ভুল আছে’ বলেও মন্তব্য করেন। তার কথায়, ' ৬০ বছর বয়সের বেশি প্রবীণ নাগরিকদের উপর ঘটা অপরাধের মামলায় পুলিশ প্রায় ৮০ শতাংশ ক্ষেত্রেই তার সুরাহা করতে সমর্থ হয়। এমনকি অনেক সময় খুনের তদন্তের থেকেও দ্রুততার সঙ্গে ওই মামলা গুলির তদন্ত করা হয়।’

অন্যদিকে কিছুদিন আগেই বাঁশদ্রোনির বৃদ্ধ দম্পতি খুনে চাঞ্চল্য ছড়ায় শহর কলকাতা জুড়ে। প্রবীণ নাগরিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে একাধিক মহল থেকে। এই প্রসঙ্গে বলতে গিয়ে কলকাতা পুলিশের অপর এক পদস্থ কর্তা জানান, ' শহর জুড়ে প্রবীণ নাগরিকদের নিরাপত্তা জোরদার করতে আমরা ইতিমধ্যেই যে সমস্ত আবাসন গুলিতে তারা একা থাকেন সেখানে গিয়ে তাদের সঙ্গে কথা বর্তা জারি রেখেছি। অনেকেই আমরা আমদের বিভিন্ন সামাজিক সচেতনতামূলক অনুষ্ঠান গুলির মাধ্যমে বার্তা দেওয়ার চেষ্টা করছি। নতুন করে এখন পর্যন্ত বড় অপরাধের ঘটনা নথিভুক্ত হয়নি। ’

এদিকে প্রবীণ নাগরিক উপর বেড়ে চলা অপরাধের উপর রাশ টানতে ইতিমধ্যেই কলকাতা পুলিশের তরফ থেকে 'প্রণাম’ নামে একটি মঞ্চও তৈরি করা হয়েছে। যেখানে পুলিশ আধিকারিকদের সঙ্গে সরাসরি সাক্ষাতের পাশাপাশি ফোনের মাধ্যমেও নিজেদের সমস্যার কথা সহজেই জানাতেন পারেন শহরের প্রবীণ নাগরিকেরা।

English summary
Kolkata is becoming increasingly intolerant in terms of senior citizens safety
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X