মা-শিশুর নিখোঁজের ঘটনায় হাসপাতালের ডিরেক্টর তলব হাইকোর্টের
হাওড়ায় মা ও সদ্যোজাত শিশুর নিখোঁজের ঘটনায় উলুবেড়িয়ায় সঞ্জীবন হাসপাতালের ডিরেক্টরকে আদালতে সশরীরে হাজিরার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। হাজিরা নিশ্চিত করবে পুলিশ কমিশনার অব হাওড়া এবং ডিজি।

এপ্রিলের মাসের মাঝামাঝি সময়ে। প্রসব যন্ত্রণা নিয়ে উলুবেড়িয়া সদর হাসপাতালে ভর্তি করানো হয় আদুরী দাসকে। পরের দিন করোনা পরীক্ষার জন্য তাঁকে পাঠানো হয় স্থানীয় সঞ্জীবন হাসপাতালে। এরপরে প্রায় এক সপ্তাহ কোনও খোঁজ মেলেনি আদুরীর।
পরে হাসপাতালের পক্ষ থেকে জানানো হয় যে পুত্র সন্তান প্রসব করেছে আদুরী। দু-চার দিনের মধ্যে ছেড়ে দেওয়া হবে। কিন্তু এরপরে তাকে ছাড়া না হলে ফের হাসপাতালে সঙ্গে যোগাযোগ করা হলে জানানো হয় উলবেরিয়া সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
সেখানে যোগাযোগ করলে জানানো হয় বেঁচে নেই আদুরী দাস। কিন্তু আদুরীর মৃত্যুর সঠিক তথ্য প্রমাণ দিতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। তাই আদুরিকে খুঁজে পেতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বাবা শঙ্কর রুইদাস।

শিক্ষক নিয়োগে বিপিইএড-দের অগ্রাধিকারের দাবিতে মামলা হাইকোর্টে