রাজীবের আগাম জামিনের রায়দান স্থগিত হাইকোর্টে
সারদা মামলায় রাজীব কুমারের আগাম জামিনের আবেদন নিয়ে চারদিন শুনানির শেষে এদিন রায়দান স্থগিত রাখল কলকাতা হাইকোর্ট। আগামিকাল মামলার রায়দান হতে পারে বলে সূত্রের খবর। গত বুধবার থেকে শুরু হয়েছিল আজাম জামিনের মামলার শুনানি। কলকাতা হাইকোর্টের বিচারপতি শহিদুল্লাহ মুন্সী ও বিচারপতি সুভাশিস দাসগুপ্ত র ডিভিশন বেঞ্চে চলছিল শুনানি। সিবিআই বার বার তার বিরোধিতা করে।

সিবিআইয়ের অভিযোগ ও তথ্য-প্রমাণে সন্তুষ্ট হয়ে গত শনিবার রাজীবের আবেদন খারিজ করে দিয়েছিল আলিপুর জেলা আদালতের বিচারক সুজয় সেনগুপ্ত। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সোমবার কলকাতা হাইকোর্টে আবেদন জানান রাজীব।
এর আগে আলিপুর দায়রা আদালতও জানিয়েছিল, রাজীব কুমার দোষী হলে তাকে গ্রেফতার করতে কোন গ্রেফতারি পরোয়ানার প্রয়োজন নেই। এমনকি এক্ষেত্রে রাজ্য সরকারের অনুমতিরও প্রয়োজন নেই বলে জানায় আদালত।
[ আদালতে প্রভাবশালী তকমা! ১৪ দিনের জেল হেফাজত এসএমএইচ মির্জার]
এদিকে এখনও পর্যন্ত রাজীবের কোনও সন্ধান সিবিআইয়ের আধিকারিকরা পাননি। তাঁর সন্ধানে কলকাতার একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছে সিবিআইয়ের আধিকারিকরা। এমনকী রাজ্য সরকারের কাছেই আবেদন জানিয়েছে তারা।