সৌমেন্দু অধিকারীকে কেন সরানো হল জানতে চাইল হাইকোর্ট
কাঁথি পৌরসভার প্রাক্তন পুরপ্রশাসক সৌমেন্দু অধিকারীকে কেন সরানো হল জানতে চায় হাইকোর্ট। পুরসভার আগের প্রশাসক বোর্ড ভেঙে দিয়ে এবং সৌমেন্দু অধিকারীকে রাজ্য সরকারের অপসারণের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দায়ের হওয়া মামলার শুনানিতে মঙ্গলবার সেই প্রশ্নই জানতে চাইলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিন্দম সিনহা। পাশাপাশি, অপসারণের বিজ্ঞপ্তিতে রাজ্য কি কারণ দেখিয়েছে তাও জানতে চেয়েছে আদালত। বুধবার এই মামলার শুনানি রয়েছে হাইকোর্টে।


গত ২৮ ডিসেম্বর কাঁথি পুরসভার প্রশাসক পদ থেকে অপসারণের নোটিশ পান সৌমেন্দু অধিকারী। তাঁকে প্রশাসকের পদ থেকে অপসারণের পাশাপাশি, ভেঙে দেওয়া হয় পুরো বোর্ডও। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সৌমেন্দু।
আদালতে তাঁর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের দাবি, ওই নির্দেশিকা জারির ক্ষেত্রে পদ্ধতিগত ও আইনানুগ ত্রুটি রয়েছে। রাজ্যের স্বাধীনতা আছে বলেই রাজ্য সরকার প্রশাসনিক কোনও কাজ খেয়াল খুশি করতে পারেনা। বোর্ড সৌমেন্দুকে নিয়োগ করেছিল। যখন ভোট হয়না তখন প্রশাসক বসানোর ক্ষেত্রে নিয়ম আছে। সেই নিয়ম মেনেই তাকে বসানো হয়েছিল। অথচ কোন কারনে তাকে সরিয়ে দেওয়া হল সেটা স্পষ্ট নয়।
তবে এদিন রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত দাবি করেন, বিদায়ী কাউন্সিলরের কোন অধিকার নেই রাজ্যের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলার। রাজ্য এবিষয়ে সিদ্ধান্ত নিতে পারে।
হাইকোর্টের নির্দেশে আপাতত স্বস্তিতে ২০১৪ সালের টেট উত্তীর্ণরা