For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বন্ধ করা যাবে না শহরের কোনও হুক্কা বার, কড়া নির্দেশ বিচারপতি মান্থার

কলকাতা এবং সল্টলেকে কোনও হুক্কাবার বন্ধ করা যাবে না নির্দেশ বিচারপতি রাজশেখর মান্থার

Google Oneindia Bengali News

কোনও ভাবেই কলকাতা এবং সল্টলেকের কোনও হুক্কাবার বন্ধ করা যাবে না। মামলার শুনানিতে কড়া নির্দেশ দিলেন বিচারপতি রাজশেখর মান্থা। বিচারপতি মামলার শুনানিতে জানিয়েছেন এই নিয়ে যেহেতু রাজ্যের কোনও আইন নেই তাই শহরে হুক্কাবার চালানোয় কোনও বাধা নেই। কারণে কেন্দ্রীয় আইনে অনুমতি দেওয়া রয়েছে।

হুক্কাবার বন্ধ করা যাবে না

হুক্কাবার বন্ধ করা যাবে না

কলকাতা এবং বিধাননগরে কোনও হুক্কাবার বন্ধ করা যাবে না। আইন দেখিয়ে নির্দেশিকা দিলেন বিচারপতি রাজশেখর মান্থা। পোস্টার কাণ্ডের পর এই প্রথম বড় কোনও মামলার রায় দিলেন তিনি। তাতেই নতুন বিতর্ক। কলকাতা পুরসভা শহরের সব হুক্কাবার বন্ধের নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা করেছিলেন হুক্কাবারের মালিকরা। সেই মামলার শুনানিতেই কড়া নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজশেখর মান্থা। তিনি জানিয়ে দিয়েছেন কোনও হুক্কাবার বন্ধ করা যাবে না।

কী বললেন বিচারপতি

কী বললেন বিচারপতি

বিচারপতি রাজশেখর মান্থা মামলার শুনানিতে এক প্রকার কলকাতা পুরসভাকে তীব্র ভর্ৎসনা করেছেন। তিনি বলেছেন হুক্কাবার নিয়ে কোনও আইন রাজ্যের আওতায় নেই। যা রয়েছে কেন্দ্রের আওতায় রয়েছে। কাজেই াইন ছাড়াই কীভাবে কলকাতা পুরসভা শহরের সব হুক্কাবার বন্ধের নির্দেশ দিলেন। তিনি বলেছেন রাজ্যে চাইলে আলাদা করে আইন তৈরি করতে পারে এই নিয়ে। কিন্তু েখন যেহেতু কোনও আইন রাজ্যের নেই তাই কোনও হুক্কাবার বন্ধ করা যাবে না। যাঁরা হুক্কাবার খুলেছেন তাঁরা রেস্তরাঁর সঙ্গে খুলেছেন। আলাদা করে তাঁরা লাইসেন্স নিয়েছে। কাজেই তাদের বার বন্ধ করা যাবে না।

পুরসভার নির্দেশিকা

পুরসভার নির্দেশিকা

পুজোর পর থেকেই রাজ্যে হুক্কাবার বন্ধের নির্দেশিকা জাির করেছে কলকাতা পুরসভা। মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছিলেন, হুক্কায় যে রাসায়নিক দেওয়া থাকে তাী স্বাস্থের পক্ষে ক্ষতিকর তারপরেই পুলিশকে এই হুক্কাবার বন্ধের নির্দেশ দেন তিনি। তারপর থেকেই কলকাতা শহরে সব হুক্কাবার বন্ধের অভিযান শুরু করে কলকাতা পুলিশ। এবং শেষে তার প্রতিবাদে আদালতের দ্বারস্থ হয় রেস্তরাঁ অ্যাসোসিয়েশন। তারপরেই বিচারপতি অ্যাসোসিশেনের কাছ থেকে রিপোর্ট তলব করে। তারা আদালতকে জানায় হুক্কায় ভেষজ তামাক তাঁরা ব্যবহার করছেন।

বিষাক্ত কিছু ব্যবহার হচ্ছে কিনা খতিয়ে দেখার নির্দেশ

বিষাক্ত কিছু ব্যবহার হচ্ছে কিনা খতিয়ে দেখার নির্দেশ

হুক্কাবার বন্ধ করা যাবে না নির্দেশ দিলেও বিচারপতি রাজশেখর মান্থা বলেছেন, সত্যি হুক্কায় কোনও রাসায়নিক মেশানো হচ্ছে কিনা তা নিয়ে সেটা নজরে রাখতে হবে। কারণ বিষাক্ত রাসায়নিক মেশানোর অভিযোগেই হুক্কাবার বন্ধের নির্দেশিকা জারি করেছিল কলকাতা পুরসভা। সেকারণে সেদিকেও নজর রাখার নির্দেশ দিয়েছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য কয়েকদিন আগেই রাজশেখর মান্থার এজলাস বয়কটের ডাক দিয়েছিলেন আইনজীবীরা।

দিল্লি সহ বিস্তীর্ণ অঞ্চলজুড়ে তীব্র কম্পন অনুভূত, আতঙ্কে রাস্তায় সাধারণ মানুষ দিল্লি সহ বিস্তীর্ণ অঞ্চলজুড়ে তীব্র কম্পন অনুভূত, আতঙ্কে রাস্তায় সাধারণ মানুষ

English summary
Kolkata High Court order on Hookah Bar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X