লকডাউনের মাঝে ভিডিও কনফারেন্সিংয়ে মামলা শুনল কলকাতা হাইকোর্ট
রাজ্যের লকডাউনের জেরে গত ২৫ মার্চ বুধবার থেকে আগামী ৯ এপ্রিল পর্যন্ত বন্ধ কলকাতা হাইকোর্ট সহ সারা রাজ্যের আদালত। গ্রহণযোগ্যতার বিচারে শুধুমাত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলারই শুনানির জন্য ১ এপ্রিল ও ৮ এপ্রিল, এই দুই দিন হাইকোর্ট বসবে বলে বিজ্ঞপ্তি জারি হয়। সেইমতো লকডাউন এর প্রথম দিন স্কাইপে মামলার শুনানি হয় হাইকোর্টে।

আদালত সূত্রের খবর, বুধবার কলকাতা হাইকোর্টে তিনটি বেঞ্চ বসে। হাইকোর্টের প্রধান বিচারপতি থোট্টাথিল ভাস্করণ নায়ার রাধাকৃষ্ণাণ ও বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ। পরে বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ। এবং সিঙ্গেল বেঞ্চে বসেন বিচারপতি আইপি মুখোপাধ্যায়।
একদিকে বিচারপতিরা যেমন নিজেদের চেম্বারে বসে মামলার শুনানি করেন অন্যদিকে মামলায় পক্ষভুক্ত আইনজীবীরাও তাদের চেম্বার থেকে স্কাইপে এই মামলায় অংশ নেন।
এদিন হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে খাবার, পানীয় জল, জ্বালানি ও ঔষধ - এর মতো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সংকট নিয়ে দায়ের হওয়া মামলার শুনানি হয়। অন্যদিকে, বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে জামিন আগাম জামিনের ৫ টি মামলার শুনানি হয়। এবং বিচারপতি আইপি মুখোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চে ৪ টি মামলার শুনানি হয়।