শর্তসাপেক্ষে শিক্ষকদের অবস্থান বিক্ষোভের অনুমতি হাইকোর্টের
একাধিক দাবিতে বিকাশ ভবনের সামনে পার্শ্ব শিক্ষক ও স্নাতক শিক্ষকদের শর্তসাপেক্ষে অবস্থান-বিক্ষোভের অনুমতি দিল রাজ্য সরকার।

তবে সেক্ষেত্রে বিকাশ ভবন থেকে ১০০ মিটার দূরে তাঁদের এই অবস্থান-বিক্ষোভের কর্মসূচি করতে হবে। পাশাপাশি, করোনা পরিস্থিতিতে কোভিড প্রোটোকল মেনে তাদের এই কর্মসূচি চালাতে হবে। তাদের কর্মসূচির কারণে যাতে কোনভাবে যানজট না হয় এবং আইন-শৃঙ্খলার যাতে অবনতি না ঘটে সে বিষয়ে নজর রাখতে হবে না। এছাড়াও খেয়াল রাখতে হবে তাদের কর্মসূচির কারণে সাধারণ মানুষের যাতে কোন অসুবিধা না হয়। বৃহস্পতিবার এই শর্তে পার্শ্বশিক্ষক ও স্নাতক শিক্ষকরদের আনা অবস্থান-বিক্ষোভ এর অনুমতি সংক্রান্ত মামলায় তাদের কর্মসূচি চালানোর অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট।
মামলাকারীর আইনজীবীরা জানান, বেতন কাঠামো সহ ১০ দফা দাবিতে অবস্থান বিক্ষোভে জন্য কমিশনের কাছে আবেদন জানিয়েছিলেন পার্শ্বশিক্ষকদের সংগঠন পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ। কিন্তু কোভিড পরিস্থিতির কারণে কমিশনের পক্ষ থেকে তাদেরকে তাদের অনুমতি দেয়া হয়নি। অন্যদিকে, সমকাজে সমবেতনের দাবিতে আন্দোলন করতে চেয়ে আবেদন জানিয়েছিল স্নাতক শিক্ষকদের সংগঠন বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশন।
আইনজীবীদের দাবি, গণতান্ত্রিক দেশে কোন কিছুর বিরুদ্ধে প্রতিবাদ-আন্দোলন করা দেশের নাগরিকের গণতান্ত্রিক অধিকার রয়েছে। কিন্তু এখানে প্রতিবাদ আন্দোলন করতে আদালতের দ্বারস্থ হতে হচ্ছে। এটা দুর্ভাগ্যের।
ভারত-বাংলাদেশ সম্পর্ক আরও দৃঢ় হবে, আশাবাদী শেখ হাসিনা