৪৫ দিন গরমের ছুটি কেন? রাজ্যের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের
গরমের ছুটি কেন বাড়িয়ে দওয়া হয়েছে। এই সিদ্ধান্ত নিয়ে রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। গত সপ্তাহে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি গরমের ছুটি বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিল। সেই মামলার আজ শুনানিতে রাজ্য সরকারের কাছে এই নিয়ে রিপোর্ট তলব করা হয়েছে।

গরমের ছুটি বিতর্ক
কয়েকদিন তাপমাত্রা বাড়তেই স্কুলের গরমের ছুটি বাড়িয়ে দেওয়া হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২ মে থেকে রাজ্যে গরমের ছুটি ঘোষণা করে রাজ্য সরকার। এই নিয়ে প্রবল টানা পোড়েন শুরু হয় রাজ্যে। কারণ করোনার কারণে প্রায় ২ বছর রাজ্যের সব স্কুল বন্ধ ছিল। তার মধ্যে ফের গরমের ছুটি ঘোষণা করায় অনেকেই প্রবল আপত্তি জানিয়েছিলেন। ২ বছর পর স্কুলে খোলার পর ফের স্কুল বন্ধ করলে সমস্যা হবে ছাত্রছাত্রীদের।

আদালতে মামলা
হঠাৎ করে গরমের ছুটি ঘোষণা করে দিলে ছাত্রছাত্রীদের সমস্যায় পড়তে হবে। বিশেষ করে প্রাথমিক স্কুলের পড়ুয়াদের পড়াশোনায় সমস্যা দেখা দেবে। তারই প্রতিবাদ জানিয়ে আদালতে জনস্বার্থ মামলা দায়ের করেছিল বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি। মঙ্গলবার মামলার শুনানি ছিল। প্রধান বিচারপতি শ্রীপ্রকাশ শ্রীবাস্তব রাজ্য সরকারের কাছে এই নিয়ে রিপোর্ট তলব করেছে। মামলাকারীরা অভিযোগ করেছিলেন ছাত্রছাত্রীদের কথা বিবেচনা না করেই স্কুলে ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। ৪৫ দিন ছুটি ঘোষণা কেন করা হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছিেলন মামলাকারীরা। ২০ জুন মামলার পরবর্তী শুনানি।

বেসরকারি স্কুল বন্ধের নির্দেশ
রাজ্য সরকারের নির্দেশ মেনে ২ মে থেকে সব সরকারি স্কুল গুলি বন্ধ করে দিয়েছে। কিন্তু রাজ্যের বেসরকারি স্কুলগুলি কিন্তু পঠন পাঠন জারি রেখেছিল। তারপরে বেসরকারি স্কুলগুলিকে অনলাইনে ক্লাস শুরু করার নির্দেশ দেয় রাজ্য সরকার। যার জেরে রাজ্যের সব বেসরকারি স্কুলগুলি অনলাইনে ক্লাস শুরু করতে বাধ্য হয়। ১৫ মে পর্যন্ত সরকারি স্কুলগুলিতে গরমে ছুটি চলবে বলে জানিয়েছে রাজ্য সরকার। এতে প্রবল ক্ষতির মুখে পড়তে হচ্ছে পড়ুয়াদের।

প্রবল বিরোধিতা
গরমের ছুটি এগিয়ে আসা নিয়ে প্রবল বিরোধিতা শুরু হয়েছিল। বারবার স্কুল বন্ধ হওয়ায় সমস্যায় পড়তে হচ্ছে পড়ুয়াদের। বিশেষ করে উত্তরবঙ্গের রাজ্যগুলিতে তেমন গরম পড়েনি। কিন্তু রাজ্য সরকারের নির্দেশ মেনে উত্তরবঙ্গেও স্কুল বন্ধ রাখতে হয়েছে। এই নিয়ে প্রবল আপত্তি জানিয়েছিলে উত্তরবঙ্গের অভিভাবকরা। উত্তরবঙ্গ এবং দক্ষিণ বঙ্গের আবহাওয়ার ফারাক রয়েেছ এই নিয়ে প্রবল সমস্যায় পড়েছেন স্কুলের ছাত্রছাত্রীরা।
অর্জুন চৌরাসিয়ার ময়নাতদন্তের রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য, রিপোর্ট পেশ কলকাতা হাইকোর্টে