For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'২১ জুলাইয়ের দিনই কেন উলুবেড়িয়া চলো', শুভেন্দুর সভা ঘিরে হাইকোর্টের প্রশ্নে চাপে বিজেপি

'২১ জুলাইয়ের দিনই কেন উলুবেড়িয়া চলো', শুভেন্দুর সভা ঘিরে হাইকোর্টের প্রশ্নে চাপে বিজেপি

Google Oneindia Bengali News

২১ জুলাইয়ের দিন হাওড়ায় সমাবেশের ডাক দিয়েছে বিজেপি। হঠাৎ করে ২১ জুলাইয়ের দিনই কেন সভা করতে চাইছে বিজেপি এই িনয়ে প্রশ্ন তুলেছে হাইকোর্ট। বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের বেঞ্চ সরাসরি প্রশ্ন তুলেছে হঠাৎ করে ২১ জুলাইয়ের দিনই কেন সভা করতে হবে বিজেপিকে। সভা ২২ অথবা ২৩ জুলাই হলে সমস্যা কোথায়।

২১ জুলাই সমাবেশের ডাক বিজেপির

২১ জুলাই সমাবেশের ডাক বিজেপির

২১ জুলাই তৃণমূলের শহিদ সমাবেশ। ওই দিনই বিজেপির পক্ষ থেকে হাওড়ার উলুবেড়িয়ায় শহিদ সমাবেশের ডাক দেওয়া হয়েছে। এই িনয়ে প্রবল টানা পোড়েন শুরু হয়েছে রাজনৈতিক মহলে। বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী তথা রাজ্যের বিরোধী দলনেতা সেদিন সেখানে সভা করবেন বলে জািনয়েছেন। ২১ জুলাই শহর এক প্রকার অবরুদ্ধ থাকবে শাসক দলের কর্মী-সমর্থকদের সমাবেশে। তারপরে বিেজপির সভা ঘিরে অশান্তি ছড়ানোর সম্ভাবনা রয়েছে।

হাইকোর্টে প্রশ্নের মুখে বিজেপি

হাইকোর্টে প্রশ্নের মুখে বিজেপি

প্রশাসন অনুমতি না দেয়ায় সভা করার আর্জি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি। তাতে উল্টে প্রশ্নের মুখে পড়তে হয়েছে তাঁদের। বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চ প্রশ্ন করেছেন হঠাৎ ২১ জুলাইয়ের দিনে কেন উলুবেড়িয়া সভা করতে চাইছে বিজেপি। ২২ বা ২৩ জুলাই সভা করতে সমস্যা কোথায়। বিচারপতি প্রশ্নের মুখে বেশ চাপেই পড়েছিলেন বিজেপির আইনজীবী। নিজেদের জবাব গুছিয়ে নেতে শেেষ আদালতের কাছে সময় চেয়ে নেন তিনি। যদিও প্রাথমিক ভাবে বিজেপির আইনজীবী দাবি করেছেন আগে থেকেই সেই দিনটি ঠিক করে রেখেছিল বিজেপি। কিন্তু তার বহু আগে থেকেই সকলের জানা ২১ জুলাই শহিদ সমাবেশের কথা।

২১ জুলাই প্রতিবাদ দিবসের ডাক

২১ জুলাই প্রতিবাদ দিবসের ডাক

নবীকে নিয়ে নুপূর শর্মার মন্তব্য নিয়ে তোলপাড় হয়েছিল হাওড়া। উলুবেড়িয়া, ডোমজুর সহ একাধিক জায়গা অশান্তি ছড়িয়ে পড়েছিল। একাধিক জায়গায় বিজেপির পার্টি অফিসে ভাঙচুর চালানো হয়। পরিস্থিতি সামাল দিতে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। সেকারণেই শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতা পরের দিন ঘটনা স্থলে প্রবেশ করতে পারেিন। তারই প্রতিবাদে ২১ জুলাই উলুবেড়িয়ায় প্রতিবাদ সভা করার ডাক দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। কিন্তু ২১ জুলাই শহিদ সমাবেশ থাকায় প্রশাসন সভার অনুমতি দেয়নি বিজেপিকে।

২১ জুলাই নিয়ে জনস্বার্থ মামলা

২১ জুলাই নিয়ে জনস্বার্থ মামলা

এদিকে ২১ জুলাইয়ের সমাবেশ িনয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। তাতে ২১ জুলাই ভার্চুয়াল সভা করার কথা বলা হয়েছে। করোনা সংক্রমণ বেড়ে যেতে পারে এই দাবি করেই জনস্বার্থ মামলা করা হয়েছে। যদিও সরকার পক্ষের আইনজীবী জানিয়েছেন সবরকম কোভিড বিধি মেেনই ২১ জুলাইয়ের সমাবেশ করা হচ্ছে। সভার জন্য আগে থেকেই অনুমতি নেওয়া ছিল।

বাড়ছে করোনা, ২১ জুলাই তৃণমূলের শহিদ সমাবেশের প্রতিবাদে জনস্বার্থ মামলা হাইকোর্টেবাড়ছে করোনা, ২১ জুলাই তৃণমূলের শহিদ সমাবেশের প্রতিবাদে জনস্বার্থ মামলা হাইকোর্টে

English summary
BJP is in presser after High Court ask them why they want to rally on 21 July
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X