For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শহরের নতুন আকর্ষণ হতে চলেছে 'কলকাতা গেট', পয়লা বৈশাখের আগেই হবে উদ্বোধন

নিউটাউনে শহরের নতুন আকর্ষণ হয়ে উঠতে চলেছে 'কলকাতা গেট'। পয়লা বৈশাখের আগেই তা উদ্বোধন হতে চলেছে বলে জানা গিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

নিউটাউনে শহরের নতুন আকর্ষণ হয়ে উঠতে চলেছে 'কলকাতা গেট'। পয়লা বৈশাখের আগেই তা উদ্বোধন হতে চলেছে বলে জানা গিয়েছে। পূর্ব ভারতে এমন গেট আর নেই বলেই সরকারি সূত্রে জানা গিয়েছে।

শহরের নতুন আকর্ষণ হতে চলেছে 'কলকাতা গেট'

এই মুহূর্তে জোরকদমে এটি তৈরির কাজ চলছে। ২০১৭ সালের ৬ মার্চ এই গেটের কাজ শুরু হয়। দর্শকদের উপরে উঠে চারিদিক দেখার সুযোগ থাকছে। অনেক মানুষ উপরে উঠবেন ধরে নিয়েই গেটের সুরক্ষা ও নিরাপত্তার কথা বিশেষ করে মাথায় রাখা হচ্ছে।

এই গেটটির উচ্চতা হতে চলেছে ৫৫ মিটার। গেটটি তৈরি করতে ৭০ টন স্টিল প্রয়োজন হয়েছে বলে জানা গিয়েছে। নিচ থেকে লিফটে চেপে দর্শকরা উপরে উঠতে পারবেন। উপরে গ্যালারি রয়েছে।

কলকাতার নানা ঐতিহ্যকে গ্যালারিতে স্থান দেওয়া হয়েছে। এছাড়াও থাকছে রেস্তরাঁ ও ক্যাফেটেরিয়ার ব্যবস্থা। উপরে উঠে জলযোগও করা যাবে চুটিয়ে।

কলকাতা গেটের বাইরে বিশ্ববাংলার লোগো থাকবে। বিমানবন্দর থেকে কলকাতাগামী যাত্রীদের স্বাগত জানাতে এই গেট বানানো হয়েছে। এটি তৈরিতে খরচ পড়ছে আনুমানিক ২৫ কোটি টাকা।

English summary
New sensation of the city of joy, 'Kolkata Gate' to be thrown open at New Town
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X