For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সোমবার থেকেই শুরু হচ্ছে G-20-এর বিশেষ সম্মেলন, বৈঠকে অংশ নেবেন মুখ্যমন্ত্রী মমতাও

সোমবার থেকে শহর কলকাতায় শুরু হতে চলেছে (G-20 Summit in Kolkata) জি-২০ বৈঠক। আগামী তিনদিন অর্থাৎ সোম, মঙ্গল এবং বুধবার এই বৈঠক হওয়ার কথা রয়েছে। আর এই বৈঠকে উপস্থিত থাকবেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। থাকবেন কেন্দ

  • |
Google Oneindia Bengali News

সোমবার থেকে শহর কলকাতায় শুরু হতে চলেছে (G-20 Summit in Kolkata) জি-২০ বৈঠক। আগামী তিনদিন অর্থাৎ সোম, মঙ্গল এবং বুধবার এই বৈঠক হওয়ার কথা রয়েছে। আর এই বৈঠকে উপস্থিত থাকবেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। থাকবেন কেন্দ্রের প্রতিনিধিরাও। গত কয়েকদিন আগেই জি-২০ বৈঠক নিয়ে কয়েক দফাতে কেন্দ্রে বিশেষ বৈঠক হয়।

যেখানে উপস্থিত ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। আর শহরে এই গুরুত্বপূর্ণ বৈঠক ঘিরেই (Kolkata News) এখন সাজো সাজো রব।

 রবিবার থেকেই দেশ-বিদেশের অতিথিরা কলকাতায় চলে আসবেন

রবিবার থেকেই দেশ-বিদেশের অতিথিরা কলকাতায় চলে আসবেন

আজ রবিবার থেকেই দেশ-বিদেশের অতিথিরা কলকাতায় চলে আসবেন। থাকবেন বাইপাশের একটি বিলাসবহুল হোটেলে। অন্যদিকে কলকাতার বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে এই বৈঠক। মূলত ডিজিটাল ফিনান্সিয়াল সিস্টেমের উপর এই তিনদিন আলোচনা হবে বলে জানা যাচ্ছে। মূলত প্রান্তিক মানুষকে আরও বেশি করে যাতে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসা যায় সেই লক্ষ্যেই এই আলোচনা হবে বলে জানানো হয়েছে। তিনদিনের মধ্যে ১০ এবং ১১ জানুয়ারি জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হবে বাইপাসের ধারে জে ডব্লিউ ম্যারিয়ট হোটেলে।

গুরুত্বপূর্ণ এই বৈঠকে জি-২০ অন্তভুক্ত দেশগুলি অংশ নেবে

গুরুত্বপূর্ণ এই বৈঠকে জি-২০ অন্তভুক্ত দেশগুলি অংশ নেবে

গুরুত্বপূর্ণ এই বৈঠকে জি-২০ অন্তভুক্ত দেশগুলি অংশ নেবে। এছাড়াও ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলির সদস্যরাও এই বৈঠকে থাকবেন বলে খবর। থাকছেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক, ওয়ার্ল্ড ব্যাঙ্ক, নাবার্ডের মতো গুরুত্বপূর্ণ সংস্থাগুলির সদস্যরাও। এছাড়াও আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের মতো বড় সংস্থাগুলির সদস্যরাও এই বৈঠকে থাকবেন বলে জানা যাচ্ছে। গুরুত্বপূর্ণ এই বৈঠক ঘিরেই গোটা কলকাতা সাজিয়ে তোলা হচ্ছে।

সবরকম ভাবে সাহায্যের কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী।

সবরকম ভাবে সাহায্যের কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী।

শেষ বৈঠকে জি-২০ সম্মেলন নিয়ে প্রধানমন্ত্রী মোদীকে সবরকম ভাবে সাহায্যের কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। এমনকি এই বিষয়ে তাঁর অভিজ্ঞতা আছে বলেও জানিয়েছিলেন। এই বৈঠকের আয়োজন নিয়ে বিশেষ চিন্তা না করারও পরামর্শ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ফলে বিদেশী প্রতিনিধিদের কলকাতায় আসা থেকে সমস্ত রকম ব্যবস্থাপনা সুন্দর ভাবে থাকছে। গোটা রাস্তাজুড়ে একদিকে যেমন বাংলার সংস্কৃতি তুলে ধরা হবে অন্যদিকে গঙ্গা বক্ষে ক্রুজে নৈশভোজের ব্যবস্থাও থাকছে সম্মেলনে আসা বিদেশী অতিথিদের জন্য। সেই সময়ে গঙ্গার দুপাড়ের ইতিহাস তুলে ধরা হবে। এছাড়াও থাকবে সংস্কৃতিক অনুষ্ঠান।

অন্যদিকে নিউটাউনের পালকুটিরেও থাকবে দ্বিতীয় দিনের খাওয়াদাওয়ার ব্যবস্থা। সেখানেও বিভিন্ন নৈশভোজের ব্যবস্থা করা হবে বলে জানা যাচ্ছে।

English summary
kolkata g-20 meeting start from monday cm mamata banerjee also present this meeting
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X