For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আজ চলচ্চিত্র উৎসবের সূচনা, নেতাজি ইন্ডোরে বসছে চাঁদের হাট

কলকাতায় বসছে চাঁদের হাট। আজ, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চলচ্চিত্র উৎসবের সূচনা করবেন বলিউডের জীবন্ত কিংবদন্তি বিগ বি অমিতাভ বচ্চন।

  • By Sanjay
  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ১১ নভেম্বর : কলকাতায় বসছে চাঁদের হাট। আজ, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চলচ্চিত্র উৎসবের সূচনা করবেন বলিউডের জীবন্ত কিংবদন্তি বিগ বি অমিতাভ বচ্চন। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাঁদের আলোর ঝলকানি দেখবেন বাংলার মানুষ। দেশ-বিদেশের বহু বর্ণাঢ্য চরিত্র তো থাকছেনই।

বিগ বি-র সঙ্গে থাকছেন জয়া বচ্চন, অজয় দেবগন, কাজল, সঞ্জয় দত্তও। বাংলা চলচ্চিত্র দিয়ে এই প্রথম সূচনা হবে সিনেমা উৎসবের। বাইশ বছর অপেক্ষা করতে হয়েছে এই দিনটির জন্য। অবশেষে সেই দিনটি দেখতে চলেছে শহরবাসী। সৌজন্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার চলচ্চিত্র উৎসবের থিম 'সিনেমার সবাই, সবার সিনেমা'৷

আজ চলচ্চিত্র উৎসবের সূচনা, নেতাজি ইন্ডোরে বসছে চাঁদের হাট

কেনজি মিজোগুচি, গ্রেগরি পেক আর কানন দেবী, আক্ষরিক অর্থেই বাইশতম চলচ্চিত্র উৎসব এক কথায় বৈচিত্রের সমাহার৷ বিশেষ মর্যাদা দেওয়া হচ্ছে চিনকে। চিনের সাতটি সিনেমা দেখানো হবে। ১১ থেকে ১৮ নভেম্বর এই উৎসবে ৬৫টি দেশের মোট ১৫৫টি সিনেমা দেখানো হবে। শেক্সপিয়ারের ৪৫০তম মৃত্যুবার্ষিকীতে বিশেষ তথ্যচিত্র 'লিটারেচার অ্যান্ড ডকুমেন্টারি'ও দেখানো হবে।

নন্দন সেজে উঠেছে নতুন আঙ্গিকে। পাড়ায় পাড়ায় সিনেমা পৌঁছে দেওয়াই এই উৎসবের লক্ষ্য। টানা সাতদিন একসঙ্গে চলমান ছবি দেখার শপথ নিয়েছে তিলোত্তমা৷ কলকাতার ১০৫টি গুরুত্বপূর্ণ জায়গায় সম্প্র্রচার হবে।

English summary
Kolkata film Festival Starts from Today
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X