For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শাহরুখ, মহেশ ভাট, সৌরভ, কলকাতা চলচ্চিত্র উৎসব জমে উঠল উদ্বোধনের দিনই

শাহরুখ, মহেশ ভাট, সৌরভ, কলকাতা চলচ্চিত্র উৎসব জমে উঠল উদ্বোধনের দিনই

Google Oneindia Bengali News

মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তারকা খচিত মঞ্চ থেকে উদ্বোধন করা হল আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের। এ বছর চলচ্চিত্র উৎসব ২৫তম বর্ষে পা দিল। এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন শাহরুখ খান ও পরিচালক মহেশ ভাট। এছাড়াও প্রাক্তন ক্রিকেটার ও বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। এঁরা ছাড়াও মঞ্চে ছিলেন টলিউডের একঝাঁক তারকা।

শাহরুখ, মহেশ ভাট, সৌরভ, কলকাতা চলচ্চিত্র উৎসব জমে উঠল উদ্বোধনের দিনই


এ বছর কলকাতার ১৭টি জায়গায় চলচ্চিত্র উৎসবের ছবি দেখানো হবে। সেগুলি হল নন্দন ১, ২, ৩, শিশির মঞ্চ, রবীন্দ্র সদন, নবীনা সিনেমা, নিউ এম্পায়ার, প্রিয়া, নতুন তৈরি প্রিয়া, বিজলি ও মিনার, চলচ্চিত্র শতবর্ষ ভবন, নেতাজি ইন্ডোর, নজরুল তীর্থ, রবীন্দ্র ওকাকুরা ভবন সল্টলেক, আইনক্স সিটি সেন্টার ও অজন্তা সিনেমা। ২৫তম বর্ষ উপলক্ষ্যে এ বছর আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসব জার্মানকে তাদের মূল ভাবনায় রেখেছে। দেখানো হবে ৯টি জার্মানি ছবি। যার মধ্যে অস্কারজয়ী জার্মান পরিচালক ফোলকার স্নোয়েনডর্ফের ছবি '‌টিন ড্রাম’‌ দেখানো হবে। প্রতিবারের মতো এবারও কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ থেকে দুটি ছবি অংশ নিচ্ছে। একটি নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু পরিচালিত 'আলফা’, অন্যটি এন রাশেদ চৌধুরীর 'চন্দ্রাবতীর কথা’। দার্শনিক ভঙ্গিতে রাষ্ট্রের নানা স্পর্শকাতর বিষয়কে ছুঁয়ে গিয়েছে 'আলফা’ সিনেমার গল্প। এতে কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন আলমগীর কবির ও দোয়েল ম্যাশ।

২৫তম এই চলচ্চিত্র উৎসবে উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হবে সত্যজিৎ রায়ের ছবি 'গুপি গাইন, বাঘা বাইন’। কারণ কালজয়ী এই সিনেমাটির এ বছর ৫০ তম বর্ষপূর্তি। ছবিটি থ্রিডি-তে দেখানো হবে। শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায় ও যিশু সেনগুপ্ত। ৮ নভেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত চলবে চলচ্চিত্র উৎসব।

English summary
kolkata film festival started today inaugrate by shahrukh khan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X