২৭ জানুয়ারি থেকে শুরু কলকাতা বইমেলা

পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় বলেন, "মিলনমেলা প্রাঙ্গণে ২৭ জানুয়ারি বইমেলার উদ্বোধন হবে। ওই দিন দেশ-বিদেশের বিভিন্ন সাহিত্যিক আসবেন। কলকাতায় নিযুক্ত ব্রিটিশ ডেপুটি হাই কমিশনারও উপস্থিত থাকবেন। সাধারণ মানুষের জন্য বইমেলা খুলে দেওয়া হবে ২৮ জানুয়ারি থেকে। এ ছাড়া, 'কলকাতা ল্যাঙ্গুয়েজ ও লিটারেচার ফেস্টিভ্যাল' চলবে ৬ ফেব্রুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।"
গতবার কলকাতা বইমেলা শুরু হয়েছিল ২৮ জানুয়ারি থেকে। সাধারণ মানুষের জন্য দরজা খুলে দেওয়া হয়েছিল ২৯ জানুয়ারি। বইমেলা চলেছিল ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। দেখা যাচ্ছে, গতবারের নির্ঘণ্ট মেনেই মোটামুটি চলবে আগামী বছরের বইমেলা। ইএম বাইপাসের ধারে মিলনমেলা প্রাঙ্গণে পৌঁছতে যাতে সাধারণ মানুষের সুবিধা হয়, সে জন্য অতিরিক্ত বাস চালাতে রাজ্য সরকারকে অনুরোধ করবে বইমেলা কর্তৃপক্ষ। কারণ প্রতিবারই অভিযোগ আসে, অপ্রতুল যানবাহনের অভাবে অসুবিধায় পড়েছেন সাধারণ মানুষ। বেশি রাত হয়ে গেলে বাস পাওয়া যায় না। ফলে খুবই সঙ্কটে পড়তে হয়।