For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

একবছর পর কলকাতা বইমেলা অনুষ্ঠিত, বইমেলা নিয়ে সব তথ্য জানুন এক নজরে

একবছর পর কলকাতা বইমেলা অনুষ্ঠিত

Google Oneindia Bengali News

দীর্ঘ একবছর পর কলকাতা বইমেলা অনুষ্ঠিত হতে চলেছে। বুক সেলার্স অ্যান্ড গিল্ডের পক্ষ থেকে শুক্রবার একটি সাংবাদিক সম্মেলন করা হয় আর সেখানেই আনুষ্ঠানিক ঘোষণা করা হয় বইমেলার। এদিনের সাংবাদিক সম্মেলনে গিল্ডের পক্ষ থেকে ঘোষণা করা হয় যে ৪৫তম কলকাতা বইমেলা অনুষ্ঠিত হবে আগামী বছরের ৩১ জানুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত। শুক্রবার গিল্ডের পক্ষ থেকে এই ঘোষণা করেন সভাপতি সুধাংশু শেখর দে ও সাধারণ সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায়।


শ্রদ্ধা জানানো হবে প্রয়াত নক্ষত্রদের

শ্রদ্ধা জানানো হবে প্রয়াত নক্ষত্রদের

শুক্রবারের বৈঠকে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় বলেন, '‌গত দু'‌বছরে আমাদের ছেড়ে চলে গিয়েছেন একাধিক বড় নক্ষত্র। সৌমিত্র চট্টোপাধ্যায়, শঙ্খ ঘোষ,প্রণব মুখোপাধ্যায়, অঞ্জন বন্দ্যোপাধ্যায়, মানবেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়,স্বপন মজুমদার,বুদ্ধদেব দাশগুপ্ত, শীর্ষ বন্দ্যোপাধ্যায়, সুব্রত মুখার্জীর মতো একাধিক বরেন্দ্র ব্যক্তি। পাশাপাশি গিল্ডের সদস্য শমিত সরকার, তপন মুখার্জী, দেবাশীস লাহিড়ি, প্রত্যকের প্রতি শ্রদ্ধা জানানো হবে।'‌

বইমেলার থিম

বইমেলার থিম

এবারের বইমেলার থিম বাংলাদেশ। ভারতের এই প্রতিবেশী দেশকেই বইমেলায় প্রাধান্য দেওয়া হয়েছে। এ বছর বইমেলায় উদযাপিত হবে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর। এছাড়াও বইমেলায় স্মরণ করা হবে নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম জন্মবর্ষ, সত্যজিত রায়ের জন্মশতবর্ষ ও ভারতের স্বাধীনতার ৭৫ বছর। বাংলাদেশ ছাড়াও প্রতিবছরের মতো এ বছরের বইমেলাতেও থাকবে বিশ্বের একাধিক দেশের স্টল ও ভারতের অন্যান্য রাজ্যের প্রকাশনা সংস্থা। থাকবে লিটিল ম্যাগাজিন।

একগুচ্ছ বিধি নিষেধ

একগুচ্ছ বিধি নিষেধ

যেহেতু করোনা পরিস্থিতির জন্য গত বছর বইমেলা বন্ধ ছিল। সেই কারণে মন খারাপ হয়ে পড়ে বইপ্রেমীদের। তবে সেই সকল জল্পনার অসান ঘটিয়ে সুখবর দিল বুক সেলার্স অ্যান্ড গিল্ড। কিন্তু করোনার কারণে একগুচ্ছ নিয়ম নীতির কথা জানানো হয়েছে। তার মধ্যে রয়েছে, মাস্ক ছাড়া কোনও ভাবেই মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না কেউ। থাকবে ই-পাসের ব্যবস্থা। বইমেলায় মণ্ডপগুলি খোলামেলা থাকবে। বইমেলায় প্রবেশ করতে হবে সম্পূর্ণ টিকাকরণ বাধ্যতামূলক। সামাজিক দূরত্ব অবশ্যই বজায় রাখতে হবে।

 স্টলের সংখ্যা কমছে না

স্টলের সংখ্যা কমছে না

না, স্টলের সংখ্যা কমানো হবে না তবে স্টলের আকার ছোট করা হবে। আমন্ত্রণ জানানো হবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে। তবে প্রতিদিনই বইমেলায় হাজির থাকবেন কোনও না কোনও বিশিষ্ট অতিথি।

খুশি পাঠক ও প্রকাশক

খুশি পাঠক ও প্রকাশক

প্রত্যেক বছর শীতের আমেজ গায়ে নিয়ে বইমেলা আসে রৌদ্রকিরণের মতো। আন্তর্জাতিক কলকাতা বইমেলা আট থেকে আশি সকলের মুখেই হাসি ফোটায়। তবে গত এক বছর করোনা পরিস্থিতি গুরুত্র পর্যায় ছিল বলে বইমেলা অনুষ্ঠিত হয়নি। চলতি বছরে করোনা পরিস্থিতিতে কীভাবে বইমেলা হবে তা নিয়ে রীতিমতো সংশয়ে ছিলেন গিল্ড কর্তৃপক্ষ। তবে সেই সংশয় কেটে যায়। আগামী বছরের জানুয়ারিতেই বইমেলা অনুষ্ঠিত হবে। এই খবরে অনেকটাই স্বস্তি পেয়েছেন পাঠক ও প্রকাশক উভয়ই।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
The 45th Kolkata International Book Fair will be held from 31st January to 13th February
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X