For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় দৈনিক সংক্রমণ উদ্বেগ বাড়িয়েই চলেছে, একনজরে জেলা

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা সংক্রমণে উদ্বেগ বেড়েই চলেছে। তবে সক্রিয়ের সংখ্যাও ফের কমতে শুরু করেছে দুই জেলায়। পুজোর পর খানিক স্বস্তির ছবি।

Google Oneindia Bengali News

দুর্গাপুজোর পর বাংলার করোনা সংক্রমণ গ্রাফ একটু নিম্নমুখী হলেও কলকাতা ও উত্তর ২৪ পরগনায় দৈনিক সংক্রমণের বাড়বৃদ্ধি কমার লক্ষণ নেই। শুক্রবার কলকাতা ও উত্তর ২৪ পরগনা জেলায় পুজোর পরও দৈনিক সংক্রমণ ৯০০-র কাছাকাছি ঘোরাফেরা করছে। তবে সুস্থতার সংখ্যাও বৃদ্ধি পাওয়ায় সক্রিয়ের সংখ্যা কমছে খানিকটা।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

এদিন বাংলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩৯৭৯। উত্তর ২৪ পরগনায় এদিন ৮৬৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতায় করোনা সংক্রমিতের সংখ্যা ৮৮০। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা সক্রিয়ের সংখ্যা সাত হাজারের নিচটে নেমেছে। করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ২১৯০ জন। আর উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ১৫৫৯।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

শুক্রবার পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৮০৩৫৭। এদিন ৮৮০ জন আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২১৯০ জনের। এদিন মৃত্যু হয়েছে ১৮ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৭১২৪৮ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৬৯১৯ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৯০৫ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৭৫৩০৩ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৮৬৬ জন। মৃত্যু হয়েছে মোট ১৫৫৯ জনের। এদিন মৃত্যু হয়েছে ১৮ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৬৭০৬৪ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৬৬৮০ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৯১৩ জন।

হাওড়া-হুগলি ও দক্ষিণ ২৪ পরগনা

হাওড়া-হুগলি ও দক্ষিণ ২৪ পরগনা

হাওড়ায় আক্রান্তের নিরিখে বর্তমানে তিন নম্বরে রয়েছে। হাওড়ায় মোট আক্রান্ত এখন পর্যন্ত ২৫০৯৫। এদিন আক্রান্ত হয়েছেন ২৪৮ জন। আর এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৭৩৪ জন। এদিন মৃত্যু হয়েছে ৮ জনের। দক্ষিণ ২৪ পরগনায় ২৯৮ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ২৪৪০৪। হুগলিতে ২৩১ জন বেড়ে আক্রান্ত ১৮১১১ জন।

অন্যান্য জেলায় করোনা পরিসংখ্যান

অন্যান্য জেলায় করোনা পরিসংখ্যান

এছাড়া আলিপুরদুয়ারে ৬৩৫৭, কোচবিহারে ৮৪৯৭, দার্জিলিংয়ে ১১৩৬৯, কালিম্পংয়ে ১৪২০, জলপাইগুড়িতে ৮৯৮৪, উত্তর দিনাজপুরে ৪৭৩৪, দক্ষিণ দিনাজপুরে ৬৮৯৭, মালদহে ৯৭০২, মুর্শিদাবাদে ৮৬২০, নদিয়ায় ১২০৫৫, বীরভূমে ৬১২৯, পুরুলিয়ায় ৫১৪৭, বাঁকুড়ায় ৭৭৯৬, ঝাড়গ্রামে ১৭৪২, পশ্চিম মেদিনীপুরে ১৪১৩৯, পূর্ব মেদিনীপুরে ১৪৮০১, পূর্ব বর্ধমানে ৭৭০৬, পশ্চিম বর্ধমানে ১০২৪০ জন মোট আক্রান্ত হয়েছেন। মোট ৬৬ জন আক্রান্ত হয়েছেন অন্যান্য রাজ্যের বাসিন্দা।

English summary
Kolkata and North 24 pargana’s corona statistics are anxious after Durga Puja. Coronavirus infection statistics of all districts of West Bengal.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X