For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রশাসনিক গুণমানে কলকাতা ছাপিয়ে গেল দেশের সব বড় শহরকে

দেশের ২৩টি বড় শহরের মধ্যে প্রশাসনিক গুণমানে কলকাতা সারা দেশে দ্বিতীয় স্থান অধিকার করল। পিছনে ফেলল দিল্লি, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু ও হায়দরাবাদের মতো বড় শহরগুলিকে।

  • |
Google Oneindia Bengali News

দেশের ২৩টি বড় শহরের মধ্যে প্রশাসনিক গুণমানে কলকাতা সারা দেশে দ্বিতীয় স্থান অধিকার করল। পিছনে ফেলল দিল্লি, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু ও হায়দরাবাদের মতো বড় শহরগুলিকে। সামনে পঞ্চায়েত ভোট আসছে। তার আগে গ্রামে একশো দিনের কাজে যেমন সারা দেশে সেরা হয়েছে বাংলা, তেমনই শহরের প্রশাসনিক গুণমানেও দেশে অগ্রণী হয়েছে তিলোত্তমা কলকাতা।

এগিয়ে কলকাতা

এগিয়ে কলকাতা

কলকাতা দেশের অন্য মেট্রো শহরগুলির চেয়ে সমস্ত মাপকাঠিতে এগিয়ে রয়েছে। বেঙ্গালুরুর একটি স্বেচ্ছ্বাসেবি সংস্থা 'অ্যানুয়াল সার্ভে অব ইন্ডিয়া'স সিটি সিস্টেমস' নামে তাদের বার্ষিক রিপোর্টে এই তথ্য প্রকাশ করেছে।

শোভনের প্রতিক্রিয়া

শোভনের প্রতিক্রিয়া

কলকাতা শহরের এই পারফরম্যান্সের খবর শুনে কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায় বলেছেন, কলকাতাকে পরের বছর এক নম্বরে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন তিনি। কলকাতার সেই ক্ষমতা রয়েছে। সমীক্ষায় দেখা গিয়েছে, কলকাতার পার ক্যাপিটা আয় ১৫৪৬ টাকা। এছা়ড়া অনলাইনে কলকাতা পুরসভার অডিট করা আয়-ব্যয়ের তথ্য পাওয়া যায়।

স্বচ্ছ্বতায় ভরসা

স্বচ্ছ্বতায় ভরসা

শোভন চট্টোপাধ্যায় বলেছেন, পুরসভার কাজে স্বচ্ছ্বতা আনার চেষ্টা করা হয়েছে। দুর্নীতি রোধে নানাবিধ পদক্ষেপ করা হয়েছে। সব ধরনের পেমেন্ট অনলাইন করা হয়েছে। বাড়ির মঞ্জুরিও এখন এক ক্লিকেই হয়ে যাচ্ছে। এছাড়া অ্যাকাউন্টিং সিস্টেমও আপগ্রেড করা হয়েছে।

ফিরহাদের আশ্বাস

ফিরহাদের আশ্বাস

কলকাতা শহরকে আনপ্ল্যানড সিটি হিসাবে তকমা দেওয়া হয়। কারণ শহরটি অনেক পুরনো আমলে তৈরি। তা সত্ত্বেও আরবান প্ল্যানিং ও ডিজাইনে কলকাতা সারা দেশে দিল্লি ও ভুবনেশ্বরের পরে রয়েছে। এই প্রসঙ্গে নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন, শহরকে এক নম্বরে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। ট্রাফিক ব্যবস্থা ঠিক করতে অনেকগুলি ফ্লাইওভার, সাবওয়ে, আন্ডারপাস তৈরির পরিকল্পনা রয়েছে।

জনাগ্রহের মাপকাঠি

জনাগ্রহের মাপকাঠি

জনাগ্রহ নামে যে সংস্থা এই রিপোর্ট তৈরি করেছে তাতে রাস্তা, ট্রাফিক, ময়লা ফেলার সিস্টেম, জল, হাউজিং, শৌচ, বায়ুদূষণের মতো বিষয়কে দেখা হয়নি। বদলে উচ্চমানের পরিকাঠামো ও পরিষেবা দেওয়ায় শহরের ক্ষমতা, ডিজাইন স্ট্যান্ডার্ড, পুরসভার ফিনান্স, কর্মী, রাজনৈতিক নেতৃত্ব, স্বচ্ছ্বতা ও জনগণের যোগদান ইত্যাদিকে মাপকাঠি হিসাবে ধরে বিচার করা হয়েছে।

English summary
City of Joy Kolkata 2nd among cities in quality of governance, The Janaagraha study evaluates
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X