ডোকরা আর পটচিত্রে দেবীর আরাধনা! চমক দিতে তৈরি মুদিয়ালি ক্লাব
বাংলার লোকশিল্পকে এবারের থিম হিসেবে বেছে নিয়েছে দক্ষিণ কলকাতার অভিজাত মুদিয়ালি ক্লাব। ডোকরার কাজ আর পটচিত্রে সাজানো হচ্ছে মণ্ডপ। থিম শিল্পী গৌরাঙ্গ কুইল্যা। গতবছর এই ক্লাবের পুজোর উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ডোকরার যে কাজ মুদিয়ালি ক্লাবে গেলে দেখতে পাবেন, আকারে এতবড় কাজ আপনি এপ আগে দেখেননি, হলফ করে বলে দেওয়া যায়। এই ধরনের একাধিক মোটিফ রাখা হচ্ছে মুদিয়ালি ক্লাবের মণ্ডপে। কোনটা ছেড়ে কোনটা দেখবেন, সেটাই প্রশ্ন। আর শিল্পীরাও কাজ করে চলেছেন একমনে।
থিম শিল্পী গৌরাঙ্গ কুইল্যার ভাবনা আর নিপুন ছোঁয়ার ফুটে উঠছে সূক্ষ্ম কাজ। অন্যবারের মতো এবারও চমক দিতে তৈরি মুদিয়ালি ক্লাব।

মুদিয়ালি ক্লাবের সভাপতি সন্দীপ বসু জানিয়েছেন, ডোকরাও আছে। আছে পটচিত্রও। তাঁদের উদ্দেশ্য বাংলার লোকশিল্পকে তুলে ধরা। কেননা, তাঁর কথায় বাংলার মায়ের আঁচলে ভরা থাকে মনের খোরাক।
গতবছর মুদিয়ালি ক্লাবের পুজো উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।