ফুটপাথবাসী শিশুর ভাবনায় পুজো! বোসপুকুর তালবাগানের এবারের থিম
যদি কোনও ফুটপাথবাসী শিশুকে বলা হয়, পুজোর প্যান্ডেল সাজাতে, সে যেভাবে সম্ভাব্য প্যান্ডেল সাজিয়ে তুলতো, সেই রূপই এবার প্রকাশ পাচ্ছে বোসপুকুর তালবাগানের পুজো মণ্ডপে। এই থিম সাধারণ মানুষের পছন্দ হবে বলেই বিশ্বাস পুজো উদ্যোক্তা থেকে শুরু করে মণ্ডপ শিল্পীর।

ফুটপাথবাসী শিশু। তারও পেটে খিদে আছে। মনে আছে শিল্প চেতনা। সেই চেতনার প্রকাশ তুলে ধরা হচ্ছে বোসপুকুর তালবাগানের মণ্ডপে।
রাস্তায় দীর্ঘদিন পড়ে থাকা পাইপকেই বাসস্থান হিসেবে অনেক সময়ই বেছে নেন ফুটপাথবাসীরা। সেরকমই কল্পিত এক শিশু ফেলা কার্তিকের ছবি তুলে ধরা হচ্ছে। পাইপের গায়েই সে দুর্গার ছবি আঁকছে।

পুজো উদ্যোক্তারা জানিয়েছেন, পাইপের আকারকেই থিম হিসেবে বেছে নিয়েছে বোসপুকুর তালবাগান। গরিবের ঘরে যেহেতু মা আসছেন, সেই কারণে তাঁকে অন্নপূর্ণা হিসেবে দেখা হচ্ছে। গ্রাম বাংলার শরৎকালের যেসব পরিবর্তন আসে, সেসব ছবিও তুলে ধরা হচ্ছে মণ্ডপে।
ফুটপাথবাসীদের প্রথম চাহিদার মধ্যে রয়েছে, খাওয়া। তারপর থাকা। সেই ভাবনাটাকেই তুলে ধরার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন মণ্ডপ শিল্পী।