For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অশুভ শক্তির বিনাশের বার্তা নিয়ে বেহালার সবুজ সাথী ক্লাবের থিম 'কালীয় দমন'

সুবর্ণ জয়ন্তী বর্ষে অশুভ শক্তির বিনাশ এর বার্তা নিয়ে বেহালার সবুজ সাথী ক্লাবের এবারের থিম, 'অব তেরা কেয়া হো গা রে কালিয়া ' অর্থাৎ 'কালিয়া নাগ দমন'।

  • By Rahul Roy
  • |
Google Oneindia Bengali News

সুবর্ণ জয়ন্তী বর্ষে অশুভ শক্তির বিনাশ এর বার্তা দিচ্ছে বেহালার সবুজ সাথী ক্লাব। এবার দুর্গোৎসবে তাদের থিম 'কালীয় দমন'।
কথিত রয়েছে, শ্রী কৃষ্ণ ছেলেবেলায় কালীয় নাগ দমন করেছিলেন। একজন রাখাল বালক হয়ে এতটাই দুর্ধর্ষ আর অপ্রতিরোধ্য প্রকৃতির ছিলেন তিনি। কালীয় নাগ দমন করে তিনি বৃন্দাবনবাসীর জীবনরক্ষা করেছিলেন। কৃষ্ণের প্রাণনাশের জন্য কংস পুতনা-সহ অন্যান্য রাক্ষসদের প্রেরণ করলেও সকলেরই একে একে বিনাশ হয়। তার মধ্যে অন্যতম ছিল কালীয় নামে একটি বিরাট সাপ।

অশুভ শক্তির বিনাশের বার্তা নিয়ে বেহালার সবুজ সাথী ক্লাবের থিম কালীয় দমন

এই কালীয় নাগ যমুনার জল বিষাক্ত করে রেখেছিল। সেই জল পান করে অনেকেরই মৃত্যু হয়েছে। বালক কৃষ্ণ এই কালীয় নাগকে অপরাধের শাস্তি দেয়। হিন্দু চিত্রকলায় অনেক স্থানেই বহুফণাযুক্ত কালীয় নাগের মাথার উপর নৃত্যরত কৃষ্ণের ছবি দেখা যায়। এবার সেই অশুভ শক্তির বিনাশের বার্তা নিয়ে 'কালীয় দমন'-এর আদলে মণ্ডপ তৈরির চিন্তাভাবনা করেছে বেহালার সিদ্ধিনাথ চ্যাটার্জি রোডের সবুজ সাথী ক্লাব।

ডায়মন্ড হারবার রোড ধরে অশোকা সিনেমা হল পার হতেই রাস্তার ধারে সবুজ সাথী ক্লাবের হোর্ডিং। তা দেখে ইতিমধ্যেই নজর কেড়েছে নিত্যযাত্রীদেরও। ক্লাব সভাপতি কৌশিক বন্দ্যোপাধ্যায় বলেন, আমাদের পুজোর সুবর্ণ জয়ন্তী বর্ষে দর্শনার্থীদের জন্য নয়া চমক অপেক্ষা করছে। যদিও এখনও পর্যন্ত এই থিম নিয়ে বিশেষ করে মুখ খুলতে চাননি ক্লাবের কোনও সদস্যই।

[আরও পড়ুন:বিশ্ব উষ্ণায়ন রোধে প্রকৃতি রূপে দেবীর আরাধনা! বেহালা নতুন সংঘের এবারের আকর্ষণ ][আরও পড়ুন:বিশ্ব উষ্ণায়ন রোধে প্রকৃতি রূপে দেবীর আরাধনা! বেহালা নতুন সংঘের এবারের আকর্ষণ ]

তবে যতটুকু জানা গিয়েছে, এবারের পুজোর ভাবনাচিন্তা অশুভ শক্তির বিনাশে কালীয় দমন। কীভাবে গোটা বিষয়টি রূপ দেওয়া হবে তা নিয়ে পুজো উদ্যোক্তাদের বক্তব্য, আগে থেকে তারা কিছুই বলবে না।

English summary
Behala Sabuj Sathi Club has come out as a big puja of Kolkata. This year Behala Sabuj Sathi Club is coming out with lots of new ideas.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X