For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সব চরিত্র কাল্পনিক- নারীর দুই রূপ দর্শন! বাদামতলায় এক ফ্রেমে দুই শহরের ছবি

সব চরিত্র কাল্পনিক। এবার এই বিষয় ভাবনাতেই মাতৃ আরাধনায় ব্রতী বাদামতলা আষাঢ় সংঘ। শারদোৎসবে নয়া এই বিষয় ভাবনার মধ্য দিয়ে নারীর দুই রূপ তুলে ধরতে চাইছেন পুজো উদ্যোক্তারা।

  • |
Google Oneindia Bengali News

সব চরিত্র কাল্পনিক। এবার এই বিষয় ভাবনাতেই মাতৃ আরাধনায় ব্রতী বাদামতলা আষাঢ় সংঘ। শারদোৎসবে নয়া এই বিষয় ভাবনার মধ্য দিয়ে নারীর দুই রূপ তুলে ধরতে চাইছেন পুজো উদ্যোক্তারা। একদিকে দেখা হয়েছে প্রতিনিয়ত সমাজের নারীরা নিপীড়িত হয়ে চলেছেন। অন্যদিকে স্বপ্রতিভায় উজ্জ্বল নারী সমাজ।

সমাজ বলে, নারী-পুরুষের সমান অধিকার। কিন্তু বাস্তব কি তাই বলে? বাস্তব কি আদৌ সেই দর্শন মেনে চলে। এবার বাদামতলায় এলেই তার উত্তর পেয়ে যাবেন দর্শনার্থীরা। কেননা, বাদামতলা আষাঢ় সংঘের পুজো উদ্যোক্তারা এবার সেই প্রশ্ন সমাজের দিকে ছুঁড়ে দিয়েছেন? তাঁদের ভাবনার দ্যোতনায় তৈরি করা হয়েছে পুজো মণ্ডপ।

সব চরিত্র কাল্পনিক- নারীর দুই রূপ দর্শন! বাদামতলায় এক ফ্রেমে দুই শহরের ছবি

বাদামতলা আষাঢ় সংঘের পুজো উদ্যোক্তাদের মধ্যে অন্যতম কুশীলব সঞ্জীব চক্রবর্তী জানান, তাঁদের মণ্ডপে থাকছে দুই শহরের দুই রূপ। একদিকের শহর ঝা-চকচকে, আধুনিকতার বুনোনে ঠাসা। আর অন্যদিকের সমাজ অন্ধকারাচ্ছন্ন। বর্ণহীন রূপহীন, যা অনুন্নয়নের প্রতিভূ হয়ে দাঁড়িয়ে রয়েছে।

ফি-বছরই দুর্গাপুজোয় নয়া দর্শন ও ভাবনা হাজির করে বাদামতলা আষাঢ় সংঘ। কলকাতার সেরা পুজোর মধ্যে অন্যতম। গতবারও তাদের বিষয়ভাবনা দর্শনার্থীদের মন ছুঁয়ে গিয়েছিল। এবারও তাদের ভাবনা মানুষের নজর টানবে বলেই বিশ্বাস পুজো উদ্যোক্তাদের।

[আরও পড়ুন:অশুভ শক্তির বিনাশের বার্তা নিয়ে বেহালার সবুজ সাথী ক্লাবের থিম 'কালীয় দমন'][আরও পড়ুন:অশুভ শক্তির বিনাশের বার্তা নিয়ে বেহালার সবুজ সাথী ক্লাবের থিম 'কালীয় দমন']

মণ্ডপভাবনার বাইরে প্রতিমায় সাবেকিয়ানার ছোঁয়া রয়েছে বাদামতলা আষাঢ় সংঘে। সাবেকি প্রতিমা নজর টানে দর্শনার্থীদের। মণ্ডপসজ্জা ও প্রতিমাসজ্জা রূপায়ণের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন শিল্পী পরিমল পাল। এবারও তাঁদের পুজো কলকাতার অন্যতম আকর্ষণ হয়ে উঠবে বলে মনে করছেন উদ্যোক্তারা।

[আরও পড়ুন:বিশ্ব উষ্ণায়ন রোধে প্রকৃতি রূপে দেবীর আরাধনা! বেহালা নতুন সংঘের এবারের আকর্ষণ][আরও পড়ুন:বিশ্ব উষ্ণায়ন রোধে প্রকৃতি রূপে দেবীর আরাধনা! বেহালা নতুন সংঘের এবারের আকর্ষণ]

[আরও পড়ুন:শততম বর্ষে দমদম নাগের বাজারের থিম 'কেরলের বন্যা', কোন বার্তা দিচ্ছে এখানকার পুজো][আরও পড়ুন:শততম বর্ষে দমদম নাগের বাজারের থিম 'কেরলের বন্যা', কোন বার্তা দিচ্ছে এখানকার পুজো]

English summary
Last couple of years Badamtala Ashar Sangha has come out as a big puja of Kolkata. This year Badamtala Ashar Sangha is coming out with lots of new ideas. They think this theme will attract the devotees during the puja days.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X