For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সর্বাধুনিক বাস! মমতা বলছেন ফাইভস্টার হোটেল, দিলীপের কথায় গরিবের রথ, জানুন বিস্তারিত

দিল্লি থেকে আসছে রথ। তবে দেখতে রথের মতো কোনও অংশেই নয়। আসলে সেটি কিংবা সেগুলি হল শীতাতপ নিয়ন্ত্রিত বাস। ঠিক যেমন বাসরূপী রথ নামানো হয়েছিল রাজস্থানে ঠিক তেমনই রথ নামানো হবে।

  • |
Google Oneindia Bengali News

দিল্লি থেকে আসছে রথ। তবে দেখতে রথের মতো কোনও অংশেই নয়। আসলে সেটি কিংবা সেগুলি হল শীতাতপ নিয়ন্ত্রিত বাস। সূত্রের খবর অনুযায়ী ঠিক যেমন বাসরূপী রথ নামানো হয়েছিল রাজস্থানে ঠিক তেমনই রথ নামানো হবে। বাসের মধ্যে থেকে ওপরে উঠে দাঁড়ানো কিংবা বসার বন্দোবস্ত থাকতে চলেছে। তবে কমপক্ষে সাতজন বাসে থাকতে পারবেন বলে জানা গিয়েছে।

বিলাসবহুল বাস

বিলাসবহুল বাস

বিলাসবহুল, শীতাতপ নিয়ন্ত্রিত বাস। ভিতরে বিশ্রাম নেওয়ার জন্য আলাদা কেবিন। সর্বোপরি থাকতে চলেছে বায়োটয়লেট। এছাড়াও যেমন ল্যাপটপ রাখার জায়গা থাকবে, থাকবে দ্রুতগতির ইন্টারনেট ব্যবস্থা। ভিতরে ওষুধের ব্যবস্থা, খাবার ব্যবস্থাও পর্যাপ্ত রাখা হচ্ছে।

নিয়ন্ত্রণে লোক আসছে বাইরের রাজ্য থেকে

নিয়ন্ত্রণে লোক আসছে বাইরের রাজ্য থেকে

রথগুলি যেমন দিল্লি থেকে আসছে, ঠিক তেমনই তা নিয়ন্ত্রণ করতেও লোক আসছে বাইরের রাজ্য থেকে।

মমতাকে জবাব দিলীপ ঘোষের

মমতাকে জবাব দিলীপ ঘোষের

মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, রথ নয় ফাইভস্টার হোটেল নামাচ্ছে বিজেপি। তৃণমূল নেত্রীকে জবাব দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি এই রথকে গ্রাম বাংলার গরিব মানুষের রথ বলে বর্ণনা করেছিলেন।

যাত্রা শুরু ৫ ডিসেম্বর

যাত্রা শুরু ৫ ডিসেম্বর

তারাপীঠ থেকে প্রথম রথযাত্রা শুরু হবে ৫ ডিসেম্বর। অন্য দুটি পথ যথাক্রমে যাত্রা শুরু করবে ৭ ও ৯ ডিসেম্বর, কোচবিহার ও সাগর থেকে। তিনটি রথযাত্রার উদ্বোধনে থাকার কথা রয়েছে বিজেপি সভাপতি অমিত শাহের। এরজন্য তিন জায়গাতেই হেলিপ্যাড তৈরির কাজও শুরু হয়েছে।

English summary
Know the interior of the proposed Rath of West Bengal BJP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X