For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অর্ঘ্য আগমনীর ২০১৮ সম্মান প্রতিযোগিতা, ফর্ম-ফিলাপ থেকে ফর্ম জমা কী ভাবে , জানুন

প্রতিবারের মতো এবারও শারদোৎসবে হাজির অর্ঘ্য আগমনীর ২০১৮ সম্মান। ইভেন্ট জোন-এর এই বিশেষ শারদ সম্মান প্রতিযোগিতায় তাদের সঙ্গী ওয়ানইন্ডিয়া বেঙ্গলি।

Google Oneindia Bengali News

প্রতিবারের মতো এবারও শারদোৎসবে হাজির অর্ঘ্য আগমনীর ২০১৮ সম্মান। ইভেন্ট জোন-এর এই বিশেষ শারদ সম্মান প্রতিযোগিতায় তাদের সঙ্গী ওয়ানইন্ডিয়া বেঙ্গলি। এক্সক্লুসিভ মিডিয়া পার্টনার হিসাবে অর্ঘ আগমনীর ২০১৮ সম্মান-এর সঙ্গে গাঁটছাড়া বেঁধেছে বাংলা ডিজিটাল মিডিয়ার অন্যতম অগ্রণী এই সংবাদ পরিবেশনকারী সংস্থা।

শারদৎসবের এক অনন্য ধারা অর্ঘ্য আগমনীর ২০১৮ সম্মান

এই নিয়ে দশম বর্ষে পদার্পণ করছে ইভেন্ট জোনের অর্ঘ্য আগমনীর ২০১৮ সম্মান। বিগত নয় বছর ধরে কলকাতা শহরে শারদ সম্মান প্রদানে অর্ঘ্য আগমনীর ২০১৮ সম্মান এক অনন্য স্থান অধিকার করে নিয়েছে। শিল্পীর শিল্পসত্তা এবং ভাবনাকে সম্মান জানাতে শারদৎসবে যারা বিশেষ স্থান অধিকার করেছে অর্ঘ্য আগমনীর ২০১৮ সম্মান তাদের মধ্যে অন্যতম। এই বছর অন্তত ১,০০০,০০০ মানুষ অর্ঘ্য আগমনীর ২০১৮ সম্মান প্রত্যক্ষ করবে।

অর্ঘ্য আগমনীর ২০১৮ সম্মান-এ নাম নথিভুক্ত করতে ফর্ম ভর্তি করতে হবে। সেই ফর্ম নিম্নলিখিত ইমেজে ক্লিক করে প্রিন্ট করে নিলেই হল। ফর্ম-এ প্রয়োজনীয় তথ্য প্রদান করে তা জমা করুন ওয়ানইন্ডিয়া বেঙ্গলির অফিস অ্য়াড্রেসে। খেয়াল রাখবেন ফর্ম জমা নেওয়া শুরু হবে ১ সেপ্টেম্বর থেকে। ফর্ম জমা করার শেষ তারিখ ১০ সেপ্টেম্বর। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই ফর্ম জমা নেওয়া হবে।

যে ফর্ম জমা পড়বে তারমধ্যে ভাবনা, বিষয় আঙ্গিকের মৌলিকতা, লোকশিল্প ও প্রযুক্তির সংযুক্তিকরণে অন্যন্য দৃষ্টান্ত এবং সর্বোপরি প্রতিমার সজ্জার ভিত্তিকে মূলত নজরে রাখা হবে। আর এরই ভিত্তিতে অর্ঘ্য আগমনীর ২০১৮ সম্মান-এর চূড়ান্ত তালিকায় ১০০টি পুজোকে বেছে নেওয়া হবে। যারা মূল পর্যায়ে অর্ঘ্য আগমনীর ২০১৮ সম্মান-এর শ্রেষ্টত্বের জন্য লড়াই করবে।

শারদ সম্মানে বড় পুজো বা ছোট পুজো বলে যে কোনও কিছু হয় না তা প্রমাণ করে দিয়েছে ইভেন্ট জোনের অর্ঘ্য আগমনীর ২০১৮ সম্মান। ভাবনার মৌলিকতা এবং প্রতিমা সঠিক রূপায়ণ-ই যে বড় কথা তা প্রতিষ্ঠিত করে দিয়েছে এই পুজো সম্মান। তৃতীয়া, চতুর্থী ও পষ্ণমী-তে অর্ঘ্য আগমনীর ২০১৮ সম্মান-এর বিচারকদের দল চূড়ান্ত তালিকায় স্থান পাওয়া ১০০টি নির্বাচিত পুজো মণ্ডপে যাবেন। ৮ বিভাগে সেরা পুজোগুলিকে তাঁরা বেছে নেবেন। এই পুজো কমিটিগুলির হাতে সম্মান তুলে দেওয়া হবে ষষ্ঠীর দিন অর্থাৎ ১৫ অক্টোবর।

সুতরাং, আর দেরি নয় অর্ঘ্য আগমনীর ২০১৮ সম্মান-এ নাম লেখাতে কোমর বেঁধে নেমে পড়ুন। এটা এমন এক শারদ সম্মান প্রতিযোগিতা যাতে অংশ নিয়ে আপনারা গর্ববোধ করবেন। অর্ঘ্য-আগমনীর ২০১৮ সম্মানের চূড়ান্ত ১০০-এতে যে পুজো কমিটিগুলি স্থান পাবে তাদের জন্য থাকছে ওয়ানইন্ডিয়া বেঙ্গলির লাইভ চ্যাট-শো-তে অংশ নেওয়ার সুযোগ।

Event Zone Arghya Agomonir 2018 Samman

null

ইভেন্ট জোন পূর্ব ভারতের এক অগ্রণী ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা। যারা অ্যাওয়ার্ড ফাংশন থেকে শুরু করে কর্পোরেট ইভেন্টস, স্পোর্টস ইভেন্টস, রোড শো, শপ-ইন শপ প্রোমোশন, ব্র্যান্ড প্রোমোশন, এক্সিবিশন, ট্রেড ফেয়ারস, কনফারেন্স, সেমিনার, টেলিভিশন ভিত্তিক অনুষ্ঠান, পার্সোনাল ইভেন্টস, উৎসব ভিত্তিক ইভেন্টস, চলচ্চিত্র ভিত্তিক ইভেন্টস-এর আয়োজনে বিপুলভাবে অভিজ্ঞতা সম্পন্ন।

ওয়ানইন্ডিয়া বেঙ্গলি- বাংলা ডিজিটাল মিডিয়ায় এক অগ্রণী এবং দ্রুত জনপ্রিয়তা পাওয়া একটি সংস্থা। ইন্টারনেট বেসড প্ল্য়াটফর্মে সংবাদ পরিবেশনে গত কয়েক বছর ধরে মুন্সিয়ানা দেখিয়ে আসছে এই সংস্থা। খুব দ্রুত বাংলা ডিজিটাল মিডিয়ার প্ল্যাটফর্মে এক অন্যতম শক্তিতে পরিণত হচ্ছে ওয়ানইন্ডিয়া বেঙ্গলি।

(ডিসক্লেমার- অর্ঘ্য আগমনীর ২০১৮ সম্মান সম্পূর্ণভাবে ইভেন্ট জোনের একটি নিজস্ব অ্যাওয়ার্ড শো। এতে করা যাবতীয় প্রতিশ্রুতি এবং পুজোর নির্বাচন থেকে শুরু করে সম্মান প্রদানের সমস্ত কিছুই ঠিক করবে ইভেন্ট জোন। এই প্রতিযোগিতায় বিনামূল্যেই অংশ নেওয়া যাবে। ওয়ানইন্ডিয়া বেঙ্গলি শুধুমাত্র মিডিয়া পার্টনার হিসাবে এর সঙ্গে সংযুক্ত। ইভেন্ট জোন-এর কোনও প্রকার আর্থিক লেনদেনের সঙ্গে ওয়ানইন্ডিয়া বেঙ্গলি জড়িত নয়।)

English summary
This year Event Zone's Argya Agamanir 2018 Samman steps in to 10th year in Sarad Samman segment and popular digital media Oneindia Bengali has collaborated with this event. Oneindia Bengali is exclusive media partner of Event Zone's Argya Agamanir 2018 Samman.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X