For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‌৩০ মাসের মধ্যে টালি নালা সংস্কার করবে কেএমসি

‌৩০ মাসের মধ্যে টালি নালা সংস্কার করবে কেএমসি

Google Oneindia Bengali News

পুরভোটের আগে টালি নালাকে ঢেলে সাজানোর উদ্যোগ নিল কলকাতা পুরসভা (‌কেএমসি)‌। তার জন্য ৩০ মাসের সময়সীমা হাতে নেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে টালি নালার দূষণ নিয়ন্ত্রণ করে উভয় দিকেরই সংস্কার করা হবে। গত কয়েক বছরে টালা নালা, যেটি জনপ্রিয় আদি গঙ্গা নামে, তার দেখভালের দায়িত্বে রয়েছে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল ও এই গ্রিন বেঞ্চ সময়ে সময়ে জলের দূষণ রোধ করার জন্য নির্দেশিকা জারি করেছিল।

টালি নালা সংস্কাররে কাজ শুরু

টালি নালা সংস্কাররে কাজ শুরু

কলকাতা পুরসভার এক আধিকারিক বলেন, ‘‌আমরা ইতিমধ্যেই টালি নালার পাড় থেকে গবাদি পশুর আশ্রয়স্থল ও শূকরশালা সরিয়ে দিয়েছি। খোলা শৌচালয়ও সরিয়ে স্থায়ী শৌচালয় তৈরি করা হবে যাতে প্রকাশ্যে শৌচকর্ম রোধ করা যায়। খোলা জায়গার জঞ্জাল অপসারণের জায়গাটিও হটিয়ে দেওয়া হয়েছে।'‌

‘‌নমামি গঙ্গে’‌ প্রকল্প

‘‌নমামি গঙ্গে’‌ প্রকল্প

কেন্দ্রের বরাদ্দ অর্থের অন্তর্গত ‘‌নমামি গঙ্গে'‌ প্রকল্পে কলকাতা পুরসভা আদি গঙ্গার পাড়ে ১১০, ৯৭ ও ৯৪ ওয়ার্ডে তিনটে নিকাশি ট্রিটমেন্ট প্ল্যান্টের বন্দোবস্ত করেছে। পুরসভা জানিয়েছে, ১১৪ কিলোমিটার দীর্ঘ পাইপলাইন তৈরি করা হবে যাতে নিকাশীর জল সরাসরি এই ট্রিটমেন্ট প্ল্যান্টগুলিতে প্রবাহিত হয় এবং প্রয়োজনীয় কাজ করার পর তা পরিশোধন করে টালি নালায় ফেলে দেওয়া হবে। প্রসঙ্গত, এই প্রকল্পের জন্য জমি বরাদ্দ করেছিল কেএমডিএ কর্তৃপক্ষ। কিন্তু টালিনালার ধারে জবরদখল উচ্ছেদ নিয়ে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের তরজার জেরে আটকে গিয়েছিল কেন্দ্রীয় বরাদ্দ। কিন্তু সেইসব সমস্যা সমাধান করার পরই কেএমসি টালি নালা সংস্কারে হাত দিয়েছে।

বঙ্গোপসাগরের সঙ্গে সরাসরি যোগ

বঙ্গোপসাগরের সঙ্গে সরাসরি যোগ

ব্রিটিশের হাতে তৈরি এই টালি নালার সঙ্গে বহুবছর ধরে সরাসরি সংযোগ বঙ্গোপসাগরের। এই খালে নিয়মিত ফেরি পরিষেবা দেওয়া হত। কিন্তু বেশ কয়েক বছর ধরে এই টালা নালায় পাঁক জমে যায়, যার ফলে খালটি রুদ্ধ হয়ে পড়ে এবং ফেরি পরিষেবাও বন্ধ হয়ে যায়। তবে সংস্কারের পর আবার ফেরি পরিষেবা চালু করা হবে বলে জানা গিয়েছে।

নাড্ডার ছেলের বিয়েতেই প্রসরিত হয়েছিল জ্যোতিরাদিত্যর বিজেপি যোগ! নাড্ডার ছেলের বিয়েতেই প্রসরিত হয়েছিল জ্যোতিরাদিত্যর বিজেপি যোগ!

English summary
kmc will repair the tolly nullah within 30 months
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X