For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ডেঙ্গু প্রতিরোধে দাবিহীন জমি–জলাশয়ের দখল নিতে চায় কেএমসি, প্রস্তাব সরকারের কাছে

Google Oneindia Bengali News

শহরের যে সমস্ত ফাঁকা জমি ও জলাশয়ের মালিকদের খোঁজ পাওয়া যাচ্ছে না সেইগুলি নিজেদের দখলে নিতে চায় কলকাতা পুরসভা। শীঘ্রই এ সংক্রান্ত প্রস্তাব রাজ্য সরকারের কাছে পাঠাবে কেএমসি। এই জায়গাগুলিতেই মশা বংশ বৃদ্ধি করে এবং তার থেকেই ডেঙ্গু–ম্যালেরিয়ার মতো রোগ ছড়িয়ে পড়ে।

ফাঁকা জমির দখল নেবে কেএমসি

এ প্রসঙ্গে ডেপুটি মেয়র তথা কেএমসির স্বাস্থ্য বিভাগের অধিকর্তা অতীন ঘোষ বলেন, '‌আমরা লক্ষ্য করে দেখেছি যে পুজোর পরই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে গিয়েছে। শহরের বেশ কিছু ফাঁকা জমি–জলাশয় চিহ্নিত হয়েছে, যেখানে জঞ্জাল ফেলা হচ্ছে এবং সেখান থেকেই ডেঙ্গুর মশা জন্মাচ্ছে। আমরা শীঘ্রই সরকারের কাছে প্রস্তাব পাঠিয়ে জানাবো যে এই জমি ও জলাশয়গুলি আমরা দখল নিতে চাই। যাতে এগুলি নিয়মিত পরিস্কার করতে পারে কেএমসি।’‌

দুর্গাপুজোর আগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ১,৬০০ জন এবং তা বেড়ে দাঁড়িয়েছে ২,৫০০ জন। তাও মাত্র একমাসে। পুরসভার বরো নম্বর ৭, ৯ এবং ১৪–তে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা পাওয়া গিয়েছে। আশ্চর্যের বিষয় হল, পুজো প্যান্ডেলের কাছেও কিছু ডেঙ্গু আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে।

কেএমসির এক শীর্ষ আধিকারিকের কথায়, '‌বাঁশ এবং প্যান্ডেলে ব্যবহৃত কিছু জিনিসের মধ্যে গর্ত থাকায় সেখানে বৃষ্টির জল জমেছে এবং ওখান থেকেই ডেঙ্গুর মশা জন্ম নিয়েছে। আমরা পূজা কমিটিগুলিকে খুব শীঘ্রই বাঁশগুলি ভেঙে ফেলার জন্য বলেছিলাম, কিন্তু কেউ কেউ এ ব্যাপারে অনীহা প্রকাশ করেছেন।’‌

English summary
places located in close proximity to Puja pandals have also witnessed the outbreak of dengue cases in kolkata
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X