For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মেয়রের উদ্যোগে বেআইনি পার্কিংয়ে তোলাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে কলকাতা পুরসভা

প্রতি বুধবার কলকাতা পুরসভায় শুরু হয়েছে টক টু মেয়র পরিষেবা।

  • |
Google Oneindia Bengali News

প্রতি বুধবার কলকাতা পুরসভায় শুরু হয়েছে টক টু মেয়র পরিষেবা। এক ঘণ্টার এই পরিষেবাতে শহরবাসী টেলিফোনের মাধ্যমে সরাসরি তাঁদের অভাব-অভিযোগ জানাতে পারতেন মহানাগরিক ফিরহাদ হাকিমকে। এখনও পর্যন্ত চারটি বুধবার এই পরিষেবা দেওয়া হয়েছে। ইতিমধ্যেই বহু শহরবাসী তাঁদের অভিযোগের কথা সরাসরি জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিমকে।

বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে কলকাতা পুরসভা

বেআইনি বাড়ি, নিকাশি ব্যবস্থা থেকে শুরু করে বেআইনি পার্কিং এবং পার্কিং লটে কর্মরত যেসকল কর্মীরা থাকেন তাদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ জানিয়েছেন টক টু মেয়র পরিষেবার মাধ্যমে। সরাসরি ফিরহাদ হাকিমকে এই অভিযোগের জেরে বৃহস্পতিবার ডিসি ট্রাফিক পার্কিংয়ের সঙ্গে যুক্ত সংস্থাগুলির প্রতিনিধিদের নিয়ে এবং পুর আধিকারিকদের নিয়ে বৈঠক করেন মেয়র পরিষদ দেবাশিস কুমার।

সেই বৈঠকের সিদ্ধান্ত হয়েছে কোনও ব্যক্তির বেআইনি পার্কিং অথবা পার্কিং সংস্থার কর্মীদের তোলাবাজির বিরুদ্ধে অভিযোগ থাকলে তা সংশ্লিষ্ট থানায় প্রথমেই এফআইআরের মাধ্যমে জানাতে হবে। এফআইআর-এর কপি নিয়ে তারপরে পুরসভায় আবেদন করতে হবে। পুরসভা এবং কলকাতা পুলিশের তরফে তদন্ত করে দেখা হবে অভিযোগ সত্যি কিনা। এবং তদন্ত করার পরে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর পাশাপাশি সিদ্ধান্ত হয়েছে শহরের বিভিন্ন বাণিজ্যিক অঞ্চলগুলিতে যে সকল পার্কিং লট রয়েছে সেখানে বসানো হবে সিসিটিভি ক্যামেরা। ভবিষ্যতে শহরের অন্যান্য পার্কিং লটেও বসানো হবে সিসিটিভি ক্যামেরা। প্রথম পর্যায়ে ধর্মতলা, ক্যামাক স্ট্রিট, পার্ক স্ট্রিট, বড়বাজার এলাকায় প্রথম পর্যায়ে বসানো হবে সিসিটিভি ক্যামেরা। পরে অন্য জায়গায় সম্প্রসারিত করা হবে।

English summary
KMC to take action against illegal parking in Kolkata
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X