For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অমিত শাহের সভা নয় নেতাজি ইন্ডোরে, রাজ্যকে তোপ বিজেপির

মহাজাতি সদনের পর নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, কিংবা নজরুল মঞ্চও পেল না গেরুয়া শিবির। আরএসএসের পর বিজেপির সভা নিয়েও বিতর্ক।

  • |
Google Oneindia Bengali News

আরএসএস প্রধান মোহন ভাগবতের পর বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের সভারও অনুমতি দিল না রাজ্য। মহাজাতি সদনের পর নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, কিংবা নজরুল মঞ্চও পেল না গেরুয়া শিবির। ১৫ দিন আগে আবেদন করা হলেও, এদিন কলকাতা পুরসভা বিজেপির আবেদন খারিজ করে দেয়। ফলে অমিত শাহের সভা নিয়েও এখন ঘোর অনিশ্চয়তা তৈরি হয়।

অমিত শাহের সভা নয় নেতাজি ইন্ডোরে, রাজ্যকে তোপ বিজেপির

১১ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত তিনদিনের রাজ্য সফরে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। সেইমতো রাজ্য বিজেপি ১২ সেপ্টেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অমিত শাহের সভা নির্ধারিত করেছিল। নিয়ম মেনেই আবেদন করা হয়েছিল কলকাতা পুরসভায়। কিন্তু শেষপর্যন্ত অনুমতি দিল না তৃণমূল পরিচালিত পুরসভা।

পুরসভা সাফ জানিয়ে দেয়, ওই সময়ে রাজ্য সরকারের বিভিন্ন অনুষ্ঠান রয়েছে। ফলে দুর্গাপুজোর আগে কোনওভাবেই নেতাজি ইন্ডোর স্টেডিয়াম দেওয়া সম্ভব নয়। ফলে অমিত শাহের সভা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে করার অনুমতি না পেয়ে বিপাকে বিজেপি।

এরপরই বিজেপির তরফে নজরুল মঞ্চের জন্য আবেদন করা হয়। কিন্তু সেখানেও বিপত্তি। বিজেপির অভিযোগ, নজরুল মঞ্চেও সভা করার অনুমতি দেওয়া হচ্ছে না তাঁদের। আসলে বিজেপিকে রাজৈনিতকভাবে আটকাতে না পেরে সভা-সমাবেশের অনুমতি বাতিল করে দেওয়ার খেলা শুরু করেছে রাজ্যের তৃণমূল সরকার।

রাজ্য বিজেপি সূত্রে জানানো হয়েছে, অমিত শাহ বড় স্টেডিয়ামে সভা করতে চেয়েছিলেন। চেয়েছিলেন রাজ্যের প্রতিটি জেলার যত বেশি সম্ভব কর্মীর উপস্থিতি। কিন্তু রাজ্যে সরকারের হীন চক্রান্তে সেইসব পরিকল্পনাই বাতিল হতে বসেছে। আসলে রাজ্য সরকার চাইছে না বিজেপি কোনও সভা করুক। কিন্তু এভাবে তাঁদেরকে আটকানো যাবে না বলে হুঁশিয়ারি দেন সম্পাদক সায়ন্তন বসু।

বিজেপি এরপর কলকাতা বন্দরের গেস্ট হাউসে এই সভা করার সিদ্ধান্ত নিয়েছে। এরপর থেকে রাজ্য সরকারের কোনও প্রেক্ষাগৃহ নেওয়া হবে না বিজেপির অনুষ্ঠানের জন্য, দলের তরফে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিন। এখন থেকে সমস্ত অনুষ্ঠানই কেন্দ্রীয় সরকারের প্রেক্ষাগৃহে করা হবে।

English summary
KMC doesn’t allow the meeting of Amit Shah in Netaji Indore.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X