For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Kiff 2022: চলচ্চিত্র উৎসবের মঞ্চ থেকেই অমিতাভকে ভারতরত্ন দেওয়ার দাবি মমতার

চলচ্চিত্র উৎসবের মঞ্চ থেকেই ভারতরত্ন দেওয়ার দাবি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বৃহস্পতিবার কলকাতায় ২৮ তম চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হল। দীর্ঘ দুবছর সেভাবে বড় করে চলচ্চিত্র উৎসব করা সম্ভব হয়নি। পরিস্থিতি এখন

  • |
Google Oneindia Bengali News

Kiff 2022 inauguration: চলচ্চিত্র উৎসবের মঞ্চ থেকেই ভারতরত্ন দেওয়ার দাবি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বৃহস্পতিবার কলকাতায় ২৮ তম চলচ্চিত্র উৎসবের (Kolkata International Film Festival) উদ্বোধন হল। দীর্ঘ দুবছর সেভাবে বড় করে চলচ্চিত্র উৎসব করা সম্ভব হয়নি। পরিস্থিতি এখন অনেক স্বাভাবিক।

তাই এবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই উৎসবের আয়োজন করা হয়। অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ এবং রানি সহ একাধিক অভিনেতা এবং অভিনেত্রী উপস্থিত ছিলেন। ছিলেন বিদেশের অনেক প্রতিনিধিরাও।

অমিতাভ বচ্চন একজন লিভিং লেজেন্ড।

অমিতাভ বচ্চন একজন লিভিং লেজেন্ড।

আর সেই মঞ্চ থেকেই অমিতাভ বচ্চনকে ভারতরত্ন দেওয়ার দাবি মমতার। তিনি বলেন, অমিতাভ বচ্চন একজন লিভিং লেজেন্ড। ভারতের আইকনও বটেন। আর তাই তাঁকে ভার‍তরত্ন দেওয়ারও দাবি জানান মমতা বন্দ্যোপাধ্যায়। আর বাংলা থেকেই এই দাবি তোলা হবে বলেও মন্তব্য করেন তিনি। তবে অমিতাভ এবং শাহরুখকে ছাড়া উৎসবের সূচনা ভাবতে পারেন না বলেও এদিন জানান মমতা। পাশাপাশি ওই মঞ্চ থেকেও নাম না করে আরও একবার কেন্দ্রকে আক্রমণ শানান রাজ্যের প্রশাসনিক প্রধান। বলেন, বাংলা কখনও মাথা নত করে না। ভিক্ষাও কারোর কাছে চায় না। মাথা উঁচু করে বাংলা চলতে যানে বলেও মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার সঙ্গে সবার যোগ রয়েছে বলেও মন্তব্য তাঁর।

উৎসবের প্রশংসা শোনা যায় রাজ্যপাল সি ভি আনন্দ বোসের মুখে

উৎসবের প্রশংসা শোনা যায় রাজ্যপাল সি ভি আনন্দ বোসের মুখে

অন্যদিকে এদিন বাংলা চলচ্চিত্র উৎসবের প্রশংসা শোনা যায় রাজ্যপাল সি ভি আনন্দ বোসের মুখে। বাংলার সিনেমা জগতের ইতিহাস একদিকে তুলে ধরেন অন্যদিকে মঞ্চে উপস্থিত অমিতাভ বচ্চন, শাহরুখ সহ একাধিক ব্যক্তিত্বের প্রশংসাও করতে শোনা যায়। এমনকি অমিতাভ বচ্চনের বাবার কবিতার অংশ পাঠ করেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রীকে কাব্যিক ও শৈল্পিক হিসাবে প্রশংসা করেন তিনি। অন্যদিকে রয়্যাল বেঙ্গল টাইগার হিসাবে বাংলার চলচ্চিত্র উৎসবকে ব্যাখ্যা করেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। বলেন, চলচ্চিত্র উৎসব জগতের রয়্যাল বেঙ্গল টাইগার বাংলার এই উৎসব। আর তা সাধারণ মানুষের জন্যেই।

১৮০টিরও বেশি সিনেমা দেখানো হবে।

১৮০টিরও বেশি সিনেমা দেখানো হবে।

অন্যদিকে মঞ্চ থেকে বাংলার সঙ্গে যোগের কথা তুলে ধরেন রানী মুখোপাধ্যায়। পাশাপাশি বাংলাতে কথা বলেন জয়া বচ্চনও। এদিন মঞ্চে গায়ক অরিজিৎ সিংকে সম্মান জানানো হয়। এবং তাঁকে একটা গান গাওয়ার জন্যে অনুরোধ জানান মুখ্যমন্ত্রী। সেই মতো শাহরুখের সিনেমা রঙ দে গেরুয়া গান গান অরিজিত। এবার চলচ্চিত্র উৎসবে দেশ-বিদেশের ১৮০টিরও বেশি সিনেমা দেখানো হবে। একাধিক সরকারি সিনেমা হলে তা দেখানো হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। আগামী এক সপ্তাহ এক লক্ষ্যের বেশি মানুষ আসবেন বলেও জানিয়েছেন তিনি।

অন্যদিকে কার্ড থাকা সত্ত্বেও কলকাতা ফিল্ম ফেস্টিভাল দেখার সুযোগ পেলেন না প্রায় শ-পাচেক মানুষ। জানা গিয়েছে, যত কার্ড তার থেকে বেশি মানুষ আসায় ঢুকতে দেওয়া সম্ভব হয়নি।

English summary
Mamata banerjee demands bharatratna should be given to Amitabh Bachchan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X