For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলকাতায় আক্রান্ত কাশ্মীরী ব্যবসায়ী! 'অচেনা' হামলায় গ্রেফতার ১

কলকাতার পার্কসার্কাস স্টেশনে আক্রান্ত কাশ্মীরি ব্যবসায়ী। প্রায় দুলক্ষ টাকা লুটের অভিযোগ।

  • |
Google Oneindia Bengali News

কলকাতার পার্কসার্কাস স্টেশনে আক্রান্ত কাশ্মীরি ব্যবসায়ী। প্রায় দুলক্ষ টাকা লুটের অভিযোগ। ওই ব্যবসায়ীর অভিযোগ, প্রথমে তাঁর কাছে পরিচয় জানতে চায় ৪ যুবক। কাশ্মীরী কিনা জানার পরেই তাঁকে বেদম মারধর করা হয়। পরে তাঁর কাছে থাকা প্রায় দুলক্ষ টাকা লুট করা হয়ে বলে অভিযোগ। বিষয়টি নিয়ে বালিগঞ্জ জিআরপিতে অভিযোগ দায়ের করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে একজনকে।

কলকাতায় আক্রান্ত কাশ্মীরী ব্যবসায়ী! অচেনা হামলায় গ্রেফতার ১

পার্কসার্কাস স্টেশনে আক্রান্ত কাশ্মীরি ব্যবসায়ী। শুক্রবার সন্ধেয় ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। সেই সময় মহাজনের কাছে টাকা দিতে যাচ্ছিলেন। সেই সময় চারজন যুবক তাঁকে ঘিরে ধরে। প্রথমে কাশ্নীরী কিনা জানতে চাওয়া হয়। পরে বেধড়ক মারধর করা হয়। একইসঙ্গে আরও অভিযোগ ছুরি দিয়ে পেটে ও পায়ে আঘাত করা হয়। আঘাত ও টাকা লুটের পর ওই কাশ্নীরী যুবক বন্ধুদের ডাকেন। পার্কসার্কাসের লোহা ব্রিজের নিচে ঘটনাটি ঘটে। প্রথমে তাঁর ঘাড়ে আঘাত করা হয়।

সন্ধে সাড়ে ছটায় এই হামলায় যথেষ্টই আতঙ্কিত ওই যুবক। গত আটবছর ধরে কলকাতায় যাতায়াত রয়েছে ওই যুবকের। রয়েছে ব্যবসায়িক সম্পর্ক। অভিযোগ দায়েরের পর বালিগঞ্জ জিআরপি ঘটনার তদন্ত শুরু করেছে। গ্রেফতার করা হয়েছে একজনকে।

গ্রেফতার হওয়া যুবক জানিয়েছে, কাশ্মীরী যুবক তথা শাল ব্যবসায়ী লোহাপুলের নিচে বসে মদ্যপান করছিলেন। সেই সময় ঝামেলা হয়। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

English summary
Kashmiri youth was attacked in Park Circus area in Kolkata
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X