For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কানহাইয়া-তেজস্বীর হাইভোল্টেজ জুটি! একুশের ভোটে বঙ্গে কমরেডদের প্রচার চমক, পরিকল্পনা আলিমুদ্দিন

কানহাইয়া-তেজস্বীর হাইভোল্টেজ জুটি! একুশের ভোটে বঙ্গে কমরেডদের প্রচার চমক, পরিকল্পনা আলিমুদ্দিন

Google Oneindia Bengali News

বিহারের বিধানসভা ভোটে মহাজোটের সাফল্যে নতুন করে উজ্জীবিত বাংলার বামেরা। কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে লড়ার সিদ্ধান্ত নিলেও প্রচারে চমক আনতে পরিকল্পনা শুরু করে দিয়েছে আলিমুদ্দিন। সূত্রের খবর বাংলার ভোটের প্রচারে কানহাইয়া কুমার ও তেজস্বীকে ভাবতে শুরু করেছে বােমরা। এই নিয়ে জোর পরিকল্পনা শুরু করে দিয়েছে আলিমুদ্দিন।

 মহাজোটের সাফল্য

মহাজোটের সাফল্য

বিহারের বিধানসভা ভোটে এনডিএ জোট জিতলেও আসল ক্যারিশ্মাটা করে দেখিয়েছে মহাজোট। একক বহত্তম হল হয়েছে আরজেডি। জেডিইউর ভোট তলানিতে এসে ঠেকেছে। তেজস্বীকেই যে মুখ্যমন্ত্রী দেখতে চাইছেন বিহারবাসী তা বলে দিয়েছে ভোট ব্যাঙ্ক। কোবল মাত্র জোটের জোরেই এবার মুখ্যমন্ত্রী হতে পারছেন নীতীশ কুমার।

 বামেদের সাফল্য

বামেদের সাফল্য

বিহারের বিধানসভা ভোটে অভূতপূর্ব ভাল ফল করেছে বামেরা। ২৯টি কেন্দ্রে প্রার্থী দিয়েছিলেন তাঁরা। জয়ী হয়েছেন ১৬টি কেন্দ্রে। কংগ্রেসের কিছু আসন বামেদের দিলে হয়তো মহাজোটই এবার বিহারে সরকার গড়ত বলে মনে করছে রাজনৈতিক মহল। বিহারে বামেদের সাফল্য উজ্জিবীত বাংলার বামেরা। নতুন করে একুশের লড়াইয়ে শান দিতে শুরু করেছে তারা।

 প্রচারে চমক

প্রচারে চমক

একুশের ভোটে বামেদের প্রচারে আসতে পারেন কানাহাইয়া কুমার এবং তেজস্বী যাদব। এই নিয়ে ইতিমধ্যেই পরিকল্পনা শুরু হয়ে গিয়েছে আলিমুদ্দিন ও বিধানভবনে। কানাহাইয়া কুমারকে অনায়াসে প্রচারে আনতে পারলেও তেজস্বীকে নিয়ে সমস্যা হতে পারে। কারণ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সুসম্পর্ক রয়েছে তেজস্বীর। রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে তিনি প্রচারে রাজি হবেন কিনা সেটাই এখন দেখার।

প্রচারে জোর

প্রচারে জোর

বিজেপি শিবির ইতিমধ্যেই প্রকারে কোমড় কষেছে। শাসক দল তৃণমূল কংগ্রেসও শুরু করে দিয়েছে প্রচার। বিজয়া সম্মেলনীর মঞ্চ থেকে চলছে প্রচার। তাই নিয়ে শাসক দলে অন্তর্দ্বন্দ্বও প্রকাশ্যে আসতে শুরু করেছে। সেই দৌড়ে অনেকটাই পিছিয়ে রয়েছে বাম-কংগ্রেস জোট। কংগ্রেসের প্রচারে অধীর নেতৃত্ব দিলেও বামেদের প্রচারে এখনও তেমন কোনও বাম নেতা এগিয়ে আসেননি।

English summary
Kanhaia Kumar And Tejaswi Yadav will be the face of Bengal Left front campaign
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X