For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূল ট্যাপ করেছে ফোন! মুকুলদের কথা বলার অন্য উপায় বাতলে দিলেন কৈলাশ

ট্যাপ হচ্ছে ফোন। সাবধান! তাহলে পার্টির গোপন কথা বলবেন কী করে। উপায় বাতলে দিলেন খোদ দলের পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয়।

Google Oneindia Bengali News

ট্যাপ হচ্ছে ফোন। সাবধান! তাহলে পার্টির গোপন কথা বলবেন কী করে। উপায় বাতলে দিলেন খোদ দলের পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয়। তিনি দলীয় বৈঠকে রাজ্যের বিজেপি নেতাদের নির্দেশ দিলেন নতুন উপায় অবলম্বন করতে। কেন্দ্রীয় নেতৃত্ব হোক বা জেলা কিংবা ব্লক নেতৃত্ব- সবার সঙ্গে প্রয়োজনীয় কথা সারতে ব্যবহার করতে বললেন হোয়াটস অ্যাপ কলিং সিস্টেম।

মুকুলদের ফোন ট্যাপ, কথা বলার অন্য উপায় আবিষ্কার কৈলাশের

সম্প্রতি কেন্দ্রীয় নেতৃত্ব ও রাজ্য নেতৃত্বের মধ্যে মধ্যে এক বৈঠক হয়ষ। সেই বৈঠকে রাজ্যের নেতাদের সতর্ক করেন কৈলাশ বিজয়বর্গীয়। তিনি বলেন, পার্টির ভিতরের কথা লিক হয়ে যাচ্ছে। সবাই সাবধানতা অবলম্বন করুন। রাজনৈতিক কথাবার্তা নিজেদের সঙ্গে আলোচনা করার জন্য প্রয়োজনে হোয়াটস অ্যাপ কল করুন।

কিংবা খুব গোপনীয়তা থাকলে দেখা করে কথা বলুন, সমস্ত কিছু ফোনের মধ্য দিয়ে না করাই শ্রেয়। তার কারণ ফোন ট্যাপ করা হচ্ছে। তাই ফোন কলে গুরুত্বপূর্ণ কথা কিছুদিন এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন বিজয়বর্গীয়। তিনি বলেন, রাজ্যের পুলিশ ফোন ট্যাপ করছে বলে আমার কাছে খবর আছে। কোন কোন নেতার ফোন ট্যাপ হচ্ছে তাও স্পষ্ট করেছেন কৈলাশ।

সম্প্রতি দুটি অডিও ফাঁস হয়, যে দুটি অডিও-তে মুকুল রায় ও কৈলাশ বিজয়বর্গীয়র মধ্যে ফোনালাপ শোনা যায়। সেখানে বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়। মতুয়া ভোট থেকে শুরু করে তৃণমূলের কোন সাংসদ বিজেপির নজরে। রাজ্যে বিজেপির বিস্তারে কী প্ল্যান, তৃণমূলকে শেষ করতে বিজেপি কোন পথে এগোবে- এমন নানা কথা হয়।

তবে এই অডিও ক্লিপিংস আদৌ মুকুল রায় বা কৈলাশ বিজয়বর্গীয়র কি না তা পরিক্ষিত হয়নি। কণ্ঠস্বর হুবহু তাঁদের মতো। তবে এই অডিও ফাঁসের পর মুকুল রায় ফের রাজ্যের বিরুদ্ধে ফোন ট্যাপিংয়ের অভিযোগ এনেছেন। কৈলাশ বিজয়বর্গীয়ও জানিয়ে দিলেন ফোন ট্যাপ হচ্ছে তাঁদের। অতএব সাবধান।

English summary
BJP state observer Kailash Vijayvargiya warns Mukul Roy and others on phone tapping issue. He suggests to call through WhatsApp.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X