For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৯ লোকসভায় কারা বিজেপির প্রার্থী হবেন, সাংগঠনিক বৈঠকে স্থির করে ফেলল নেতৃত্ব

উত্তর-পূর্ব ভারতে ৩৩ আসনে জয়ের লক্ষ্য নিয়ে এগোচ্ছে বিজেপি। বিশেষ করে বাংলা এবার বিজেপির মূল টার্গেট। বাংলায় ২২-এর লক্ষ্যে ছুটছে বিজেপি।

  • |
Google Oneindia Bengali News

এগিয়ে আসছে লোকসভা ভোট। সেমিফাইনালের ফল মিলেছে, এবার ফাইনালের চূড়ান্ত প্র্স্তুতি নিতে শুরু করেছে সমস্ত রাজনৈতিক দলই। সেইমতো বিজেপি এবার পাখির চোখ করেছে উত্তর-পূর্ব ভারতকে। উত্তর-পূর্ব ভারতে ৩৩ আসনে জয়ের লক্ষ্য নিয়ে এগোচ্ছে বিজেপি। বিশেষ করে বাংলা এবার বিজেপির মূল টার্গেট। বাংলায় ২২-এর লক্ষ্যে ছুটছে বিজেপি।

কারা প্রার্থী, কারা নন

কারা প্রার্থী, কারা নন

সেই ২২-র লক্ষ্যে বিজেপি স্থির করে ফেলল, কাদের প্রার্থী করা হবে, কাদের করা হবে না। বৃহস্পতিবার ন্যাশনাল লাইব্রেরি হলে দলের সাংগঠনিক বৈঠকে স্পষ্ট ইঙ্গিত করলেন বিজেপির কেন্দ্রীয় নেতা তথা বাংলার পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয়। তিনি বলেন, অনেক পদাধিকারী লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন, সেখানেই বাধ সেধেছেন কৈলাশ বিজয়বর্গীয়।

রাজ্য-জেলা পদাধিকারীদের বার্তা

রাজ্য-জেলা পদাধিকারীদের বার্তা

কৈলাশ বিজয়বর্গীয় সাফ জানিয়েছেন, রাজ্য ও জেলার সাংগঠনিক পদে থাকা কোনও নেতাকে প্রার্থী করা হবে না। দলের সমস্ত জেলা সভাপতি, রাজ্য নেতাদের সঙ্গে বৈঠক করে সাফ জানিয়ে দিয়েছেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক। উল্লেখ্য, লোকসভা নির্বাচনের প্রার্থী হতে চেয়ে ইতিমধ্যেই বহু আবেদনপত্র জমা পড়েছে। সেই তালিকায় রয়েছেন রাজ্য ও জেলার বহু পদাধিকারী।

লক্ষ্যে পৌঁছনোর দাওয়াই

লক্ষ্যে পৌঁছনোর দাওয়াই

এদিনের বৈঠকে মূলত সাংগঠনিক বিষয়ে আলোচনা হয়। এই বৈঠকে কৈলাশ বিজয়বর্গীয় বলেন, রাজ্যে ৭৭ হাজার বুথের মধ্যে ৪৭ হাজার বুথে বিজেপির পর্যাপ্ত লোক রয়েছে। বাকি ৩০ হাজার বুথে বিজেপির সাংগঠনিক ক্ষমতা অত্যন্ত দুর্বল। এই দুর্বল বুথগুলিকে চাঙ্গা করে তুলতে হবে। তাহলেই বিজেপি নির্দিষ্ঠ লক্ষ্যে পৌঁছতে পারবে বলে মনে করছেন ওই শীর্ষ নেতা।

লক্ষ্যে পৌঁছতে দিলীপ বার্তা

লক্ষ্যে পৌঁছতে দিলীপ বার্তা

এই বৈঠকে বিজেপির রাজ্য সভাপতি স্বীকার করে নেন, পাঁচ রাজ্যে বিজেপির পরাজয়ে বাংলাতেও প্রভাব পড়েছে। অনেক কর্মীই হতাশ। তিনি তাঁদের উদ্দেশ্যে বলেন, কেউ হতাশ হবেন না। হতাশ হওয়ার কোনও জায়গা নেই। মন শক্ত করুন, আমার বিশ্বাস, ২০১৯-এ বিজেপি এ রাজ্যে এমন ফল করবে যে, চমকে যাবে সবাই।

English summary
BJP leader Kailash Vijayavargiya gives clear indication who will not be candidates. He orders to increases organization in various booths
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X