For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য কলকাতা হাইকোর্টের বিচারপতির!

অবমাননার অভিযোগে অভিযুক্ত কলকাতা হাইকোর্টের বিচারপতি সিএস কারনান সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে হাজিরা দিতে অস্বীকার করলেন।

  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ১৩ ফেব্রুয়ারি : অবমাননার অভিযোগে অভিযুক্ত কলকাতা হাইকোর্টের বিচারপতি সিএস কারনান সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে হাজিরা দিতে অস্বীকার করলেন। এদিন সোমবার সুপ্রিম কোর্টের ৭ সদস্যের বেঞ্চের সামনে হাজিরা দেওয়ার কথা ছিল কারনানের। তবে তিনি হাজির না হওয়ায় এখন তাঁর বিরুদ্ধে কী ব্যবস্থা গ্রহণ করা হবে তা নিয়ে আলোচনা অব্যাহত।[অবমাননার অভিযোগে সুপ্রিম কোর্টের নোটিশ কলকাতা হাইকোর্টের বিচারপতিকে]

অবমাননার নোটিশ নিয়ে জবাব দিতে অবশ্য ১০ মার্চ পর্যন্ত সময় দেওয়া হয়েছে বিচারপতি কারনানকে।[বিসিসিআইয়ে নতুন প্রধান নিয়োগ করল সুপ্রিম কোর্ট]

সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য কলকাতা হাইকোর্টের বিচারপতির!

দলিত বলে তাঁকে টার্গেট করা হচ্ছে। এর পাশাপাশি তাঁকে অনৈতিকভাবে মাদ্রাজ হাইকোর্ট থেকে কলকাতায় ট্রান্সফার করে দেওয়া হয়েছে বলে মাদ্রাজ হাইকোর্টের বিচারপতিদের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। যা নিয়ে মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি সুপ্রিম কোর্টে কানরানের বিরুদ্ধে নালিশ জানাতেই কারনানের বিরুদ্ধে অবমাননার অভিযোগ আনা হয়েছে। এর পাশাপাশি কেন তাঁর বিরুদ্ধে তদন্ত চালিয়ে যাওয়া হবে না তারও ব্যাখ্যা চাওয়া হয়েছে।[ভারতের প্রায় অর্ধেক আইনজীবীই নকল, চাঞ্চল্যকর রিপোর্ট বার কাউন্সিল অব ইন্ডিয়ার]

প্রসঙ্গত, কারনানের অবমাননাকর মন্তব্যের প্রেক্ষিতে মাদ্রাজ হাইকোর্টের রেজিস্ট্রার বিচারপতি কারনানের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের কাছে আইনি পদক্ষেপ করার ও তাঁকে আইনি কাজ থেকে সরিয়ে নেওয়ার আবেদন করে। ফলে বিচারপতি কারনানের হাতে থাকা সমস্ত সরকারি নথিও হাইকোর্টে এর আগেই জমা করে দিতে বলেছে আদালত।[বোর্ড সভাপতির পদে দৌড়ে আদৌও তিনি রয়েছেন? এই প্রশ্নে যে প্রতিক্রিয়া সৌরভের]

এর আগে গত ২৩ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে এক বিচারপতির দুর্নীতিতে জড়িয়ে থাকার অভিযোগ করেন কারনান। তিনি যে সমস্ত অভিযোগ করেছেন তা তদন্তেরও অনুরোধ জানান তিনি।

English summary
Justice C S Karnan who is facing contempt charges defied the orders of the Supreme Court and refused to appear before it.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X