For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গ্রুপ-সি এবং গ্রুপ-ডি নিয়োগ মামলায় এবার সিট প্রধানকে তলব, কী নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

গ্রুপ-সি এবং গ্রুপ-ডি নিয়োগ মামলায় এবার সিট প্রধানকে তলব, কী নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

Google Oneindia Bengali News

নিয়োগ দুর্নীতি কাণ্ডে এবার সিটের প্রধানকে তলব করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। গ্রুপ ডি এবং গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে মঙ্গলবার সিটের প্রধানকে আদালতে হাজিরার নির্দেশ দিয়েছেন তিনি। কারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন তাঁদের নাম জানতেই সিবিআইকে কড়া নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার তিনি প্রশ্ন করেন কারা সাদা খাতা জমা দিয়েছেন তার কোনও তথ্য কি সিবিআই দিয়েছে। সেটা যদি না দিয়ে থাকে তাহলে কেন দেওয়া হয়নি তা জানাতে হবে। সেকারণে সিটের প্রধানকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

সিটের প্রধানকে তলব

সিটের প্রধানকে তলব

নিয়োগ দুর্নীতি মামলার পরতে পরতে জড়িয়ে রয়েছে দুর্নীতি। এবার একেবারে সিবিআইয়ের তদন্তকারী টিমের প্রধানকে তলব করেছেন তিনি। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদিন আইনজীবীদের কাছে জানতে চান সাদা খাতা কারা জমা দিয়েছিলেন তার তথ্য কি সিবিআই জমা দিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য যে অযোগ্য প্রার্থীরা চাকরি পেয়েছেন তাঁদের ৮ নভেম্বরের মধ্যে পদত্যাগ করতে বলেছিলেন বিচারপতি। কিন্তু তাঁদের কেউই পদত্যাগ করেনি। তার পরেই কতজন সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন তার তথ্য সিবিআইয়ের কাছে জানতে চান তদন্তকারীরা।

এদিকে পর্ষদের সভাপতিকে হাজিরার নির্দেশ

এদিকে পর্ষদের সভাপতিকে হাজিরার নির্দেশ

এদিকে আবার আরেকটি নিয়োগ দুর্নীতি মামলায় প্রাথমিকশিক্ষা পর্ষদের সভাপতিকে তলব করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পর্ষদকে তীব্র ভর্ৎসনা করেছেন বিচারপতি। তিনি বলেছেন, প্রাথমিক শিক্ষা পর্ষদের আধিকারীকরা কি নিজেদের বস মনে করছেন? প্রাথমিক শিক্ষা পর্ষদের একাধিক এমন আধিকারীক রয়েছেন যাঁরা চাকরি প্রার্থীদের সঙ্গে তাচ্ছিল্যের মনোভাব দেখান। প্রসঙ্গত উল্লেখ্য ২৮ অক্টোবরের মধ্যে প্রিয়াঙ্কা সাউকে চাকরিতে নিয়োগ করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। কিন্তু পর্ষদ দীর্ঘ টালবাহানার পর গতকাল তাঁর হাতে নিয়োগপত্র তুলে দেয়। কেন এত দেরিতে নির্দেশ কার্যকর করা হত তা নিয়ে পর্ষদের সভাপতির কাছে জবাব তলব করেছেন তিনি।

তদন্তে সিট

তদন্তে সিট

নিয়োগ দুর্নীিত মামলার তদন্ত করছে সিবিআই। সিবিআই সিট গঠন করে তদন্ত করছে। সেই টিমে রয়েছে ৬ অফিসার। একাধিক ক্ষেত্রে সিট ভাল কাজ করলেও এখনও নিয়োগ দুর্নীতি কাণ্ডের কিনারা করে উঠতে পারেনি তারা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তের গতি প্রকৃতি নিয়ে এর আগেও সওয়াল করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কেন এত ধীর গতিতে সিবিআই তদন্ত করছে তা নিয়ে সওয়াল করা হয়েছে আদালতে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজে এই নিয়ে সওয়াল করেেছন।

নিয়োগ দুর্নীতিতে সিবিআই জেরা

নিয়োগ দুর্নীতিতে সিবিআই জেরা

এদিকে আজ সকাল থেকে ওএমআর শিটে নম্বর বদল হওয়া একাধিক চাকরি প্রার্থীকে তলব করে জেরা করছে সিবিআই। প্রায় ২০ থেক ২১ জন চাকরি প্রার্থী নিজাম প্যালেসে হাজিরা দিয়েছেন। ৬৬৭ জনের ওএমআর শিটে নম্বর বদল করা হয়েছে বলে অভিযোগ। প্রসঙ্গত উল্লেখ্য ৬৬৭ জনের মধ্যে মাত্র ৪ জনের বয়ান রেকর্ড করা হয়েছে। তাই নিয়ে বিচারপতি সিবিআইকে প্রশ্ন করার পরেই সিবিআই তৎপর হয়। এবং প্রায় ২০ থেকে ২১ জন চাকরি প্রার্থীকে নিজাম প্যালেসে তলব করে জেরা করে।

'ঘর পাইনি-কোথায় যাব?' বেলপাহাড়িতে আদিবাসী গ্রামে ঢুকতেই মমতাকে সওয়াল ক্ষুব্ধ বৃদ্ধার'ঘর পাইনি-কোথায় যাব?' বেলপাহাড়িতে আদিবাসী গ্রামে ঢুকতেই মমতাকে সওয়াল ক্ষুব্ধ বৃদ্ধার

English summary
Justice Avijit Ganguly summon SIT chief
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X