For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সোমবার সকালেও চিকিৎসকদের কাছে আসেনি আমন্ত্রণ! নবান্নে বৈঠক নিয়ে নতুন করে জটিলতা

সোমবার সকালেও তাঁদের কাছে সরকারের কাছ থেকে আসেনি আমন্ত্রণ পত্র। এদিন সকালে সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন এনআরএস-এর জুনিয়র চিকিৎসকরা।

  • |
Google Oneindia Bengali News

সোমবার সকালেও তাঁদের কাছে সরকারের কাছ থেকে আসেনি আমন্ত্রণ পত্র। এদিন সকালে সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন এনআরএস-এর জুনিয়র চিকিৎসকরা। ফলে বিষয়টি নিয়ে ভুল বার্তা দেওয়ার অভিযোগ করা হয়েছে আন্দোলনরত চিকিৎসকদের তরফ থেকে। ফলে নতুন করে জটিলতা তৈরি হয়েছে।

'জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা'

'জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা'

তাঁরা শুনেছেন, বিকেল তিনটেয় নবান্নে হতে চলেছে বৈঠক। চিকিৎসকদের আন্দোলন নিয়ে অচলাবস্থা কাটাতে ওই বৈঠক হতে চলেছে। যদিও আন্দোলনরত চিকিৎসরা জানিয়েছেন তারা এই বৈঠকের জন্য কোনও আমন্ত্রণপত্র পাননি। রবিবারের মতো ফের সোমবার আন্দোলনরত চিকিৎসকদের অভিযোগ জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে।

দাবিতে অনড় আন্দোলনরত চিকিৎসকরা

দাবিতে অনড় আন্দোলনরত চিকিৎসকরা

জুনিয়র চিকিৎসকরা জানান, মুখ্যমন্ত্রী তাঁর সাংবাদিক সম্মেলনে আন্দোলন নিয়ে প্রশ্ন তুলেছেন। মানুষের মনে ভুল ধারনা তৈরি করেছেন। শনিবারে মুখ্যমন্ত্রীর বিবৃতি বিভ্রান্তিমূলক। তাঁরা বন্ধ ঘরে বৈঠক না করতে সোমবার সকালেও অনড় রয়েছেন। তাঁদের মতে বন্ধ ঘরের বৈঠকে স্বচ্ছতা থাকবে না। মিডিয়ার ক্যামেরার সামনে বৈঠক করতে চান তাঁরা। মুখ্যমন্ত্রীর বলে দেওয়া স্থানেই বৈঠক করতে তাঁরা রাজি।

নবান্ন সূত্রে খবর

নবান্ন সূত্রে খবর

নবান্ন সূত্রে খবর, এই ধরনের বৈঠকের ক্ষেত্রে কোনও আমন্ত্রণ পাঠানো হয় না। মুখ্যমন্ত্রী বারবার বৈঠকে বসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। তবে বৈঠকে আন্দোলনরত চিকিৎসকদের দাবি মতো সংবাদ মাধ্যমের উপস্থিতিতে অনুমতি দিতে সরকার রাজি নয়। বৈঠকে মুখ্যমন্ত্রী ছাড়াও, মুখ্যসচিব, স্বাস্থ্যসচিব এবং রাজ্যের ১৪ টি মেডিক্যাল কলেজ থেকে ২ জন করে প্রতিনিধি উপস্থিত থাকার কথা রয়েছে।

শনিবার জুনিয়র চিকিৎসকরা বলেছিলেন মুখ্যমন্ত্রীর কাছে যেটা ইগোর লড়াই, তাঁদের কাছে সেটাই বাঁচার লড়াই।

English summary
Junior Doctors told, they didnot get invitation letter for the meeting to be held at Nabanna on Monday
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X