For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মৃতদেহ সংরক্ষণের বরফ দিয়ে বানানো হচ্ছে সরবত! মামলা করবে পুরসভা

মৃতদেহ সংরক্ষণের বরফ দিয়ে বানানো হচ্ছে সরবত, লস্যি। সেই সরবতই বেমালুম খেয়ে চলেছেন গরমে হাঁসফাঁস যাত্রী সাধারণ। খাস কলকাতার বুকে ধর্মতলাতেই চলছে এই চক্র।

  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ১৯ এপ্রিল : মৃতদেহ সংরক্ষণের বরফ দিয়ে বানানো হচ্ছে সরবত, লস্যি। সেই সরবতই বেমালুম খেয়ে চলেছেন গরমে হাঁসফাঁস যাত্রী সাধারণ। খাস কলকাতার বুকে ধর্মতলাতেই চলছে এই চক্র।

খোদ মেয়র পারিষদ অতীন ঘোষ ধর্মতলায় হানা দিয়ে ধরলেন এই চক্রকে। পুরসভার তরফ থেকে এইসব ব্যবসয়ীর বিরুদ্ধে মামলা করতে চলেছে পুরসভা।

মৃতদেহ সংরক্ষণের বরফ দিয়ে বানানো হচ্ছে সরবত!

বুধবার দুপুরে আচমকাই ধর্মতলায় বাজারে সপারিষদ হানা দেন অতীনবাবু। তিনি সরবত বিক্রেতাদের কাছে গিয়ে দেখেন যে অভিযোগ তিনি পেয়েছেন, তা মিথ্যা নয়। ইন্ডাস্ট্রিয়াল আইস ব্যবহার করেই এইসব সরবত বানানো হচ্ছে। এক-আধজন ব্যবসায়ী নন, ধর্মতলাজুড়ে সরবত ও লস্যি ব্যবসায়ীরা এই বরফ ব্যবহার করে চলেছেন। বিষয়টি তিনি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন।

শীঘ্রই তাঁর নির্দেশ মতো পুরসভা মামলা করতে চলেছে অসাধু্ ব্যবসায়ীদের বিরুদ্ধে। ওই বরফ সাধারণত ব্যবহার হয় মৃতদেহ সংরক্ষণ করার জন্য। সেই ইন্ডাস্ট্রিয়াল আইস কীভাবে বাজারে আসছে, এই চক্রে কারা কারা জড়িত তা তদন্তের নির্দেশ জারি করা হয়েছে। শীঘ্রই এই তদন্ত রিপোর্ট নিয়ে আদালতের দ্বারস্থ হবে পুরসভা। এদিন অতর্কিতে হানা দিয়ে চাঞ্চল্যকর তথ্যের প্রমাণ পান অতীনবাবু।

English summary
Juice is made by contaminated ice in Dharmatala, KMC will file suit
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X