For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ভার্জিনিটি' অধ্যাপককে নিয়ে সোশ্যাল মিডিয়ায় 'মসকরা', পেলেন 'স্ট্যাচু অফ ভার্জিনিটি' সম্মান

মহিলাদের সতীত্ব নিয়ে মন্তব্য করে এখন বেজায় বিপাকে যাদবপুরের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক কনক সরকার।

  • By Oneindia Staff
  • |
Google Oneindia Bengali News

মহিলাদের সতীত্ব নিয়ে মন্তব্য করে এখন বেজায় বিপাকে যাদবপুরের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক কনক সরকার। একে তো ধিক্কারের শেষ নেই, সেই সঙ্গে এবার তাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ট্রোলিং। মনোমিত তিওয়ারি নামে এক যুবকের দৌলতে এখন 'স্ট্যাচু অফ ভার্জিনিটি'-র সম্মানও পেয়ে গিয়েছেন কনক সরকার। সেই ছবি ভাইরালও হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

কৌমার্য পূজারি যাদবপুরের অধ্যাপককে ট্রোলিং

স্ট্যাচু অফ ইউনিটির ছবিতে থাকা সর্দার বল্লভভাই প্যাটেলের মাথায় কনক সরকাররের মুখ-কে বসিয়ে দেওয়া হয়েছে। এই ছবির কারিকুরি কার তা না জানা গেলেও, মনোমিত তিওয়ারি জানিয়েছেন ছবিটা ফেসবুক থেকেই নেওয়া। কিন্তু, স্ট্যাচু অফ ইউনিটির মুখে কনক সরকারের ছবি বসিয়ে তাকে স্ট্যাচু অফ ইউনিটির তকমা দেওয়া ব্যক্তির নাম নিয়ে ধোঁয়াশাই আছে। তবে, এই পোস্ট-কে ঘিরে পড়তে শুরু করেছে অসংখ্য কমেন্ট। সেই সঙ্গে শেয়ারও হচ্ছে দেদার।

কৌমার্য পূজারি যাদবপুরের অধ্যাপককে ট্রোলিং

'মেয়েদের সতীত্ব হল সিলড করা বোতলের মতো। যে সব ছেলেরা মেয়েদের ভার্জিনিটি-কে মাথায় রাখছে না তাঁরা বোকা'- যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কনক সরকার ফেসবুকে এই মন্তব্য পোস্ট করেন। এরপর থেকেই হইচই শুরু হয়ে যায়। ইতিমধ্যেই অধ্যাপক সরকারের এমন মন্তব্যে ছাত্র-ছাত্রী থেকে শুরু করে ব মহল-ই কড়া প্রতিক্রিয়া দিয়েছে। অধ্যাপক সরকারের পদত্যাগ চেয়ে ইতিমধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ দেখিয়েছেন ছাত্রীরা। গোটা ঘটনাটি খতিয়ে দেখছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

কৌমার্য পূজারি যাদবপুরের অধ্যাপককে ট্রোলিং

English summary
Kanaka Sarkar, JU Professor who accused in sexist comment on Women now got statue of virginity award by a social media user.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X