For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘জয় শ্রীরামে’র বদলে ‘জয় হিন্দ’ ও ‘জয় বাংলা’! নয়া স্লোগান যুদ্ধ শুরু মোদী-মমতার

বিজেপি ও তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক প্রতিদ্বন্দিতা দিন দিন রেষারেষির চূড়ান্ত সীমায় পৌঁছে যাচ্ছে। এখন ‘জয় শ্রীরাম’ নাকি ‘জয় হিন্দ’- কে জিতবে প্রতিদ্বন্দ্বিতায় তা নিয়ে যুদ্ধং দেহি মেজাজ।

Google Oneindia Bengali News

বিজেপি ও তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক প্রতিদ্বন্দিতা যেন যত দিন যাচ্ছে ততই রেষারেষির চূড়ান্ত সীমায় পৌঁছচ্ছে। এখন 'জয় শ্রীরাম' নাকি 'জয় হিন্দ'- কে জিতবে প্রতিদ্বন্দ্বিতায় তা নিয়ে যুদ্ধং দেহি মেজাজ। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে 'জয় শ্রীরাম' লেখা চিঠি পাঠানোর কর্মসূচি গ্রহণ করেছে বিজেপি। মুখ্যমন্ত্রী পাল্টা দিয়ে জয় বাংলা ও জয় হিন্দ লেখা পোস্ট কার্ড পাঠাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।

‘জয় শ্রীরামে’র বদলা ‘জয় হিন্দ’ ও ‘জয় বাংলা’! নয়া যুদ্ধ শুরু মোদী বনাম মমতার

নরেন্দ্র মোদি দমদমের জনসভা থেকে 'জয় শ্রীরাম' লেখা চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠানোর কথা ঘোষণা করেছিলেন। তারপর বিজেপি সাংসদ অর্জুন সিং ১০ লক্ষ চিঠি মমতার ঠিকানায় পাঠানোর বার্তা দেন। এই ২০ লক্ষ জয় শ্রীরাম লেখা কার্ড পাঠানোর কর্মসূচি নিয়ে যখন ব্যস্ত বঙ্গ বিজেপি, তখন মমতা ঘোষণা করলেন পাল্টা কর্মসূচি। তিনিও ২০ লক্ষ কার্ড পাঠাচ্ছেন নরেন্দ্র মোদীকে। ১০ লক্ষ জয় বাংলা লেখা কার্ড আর ১০ লক্ষ জয় হিন্দ লেখা কার্ড পাঠানো হবে।

মমতা বন্দ্যোপাধ্যায় স্থির করেছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও নবনির্বাচিত বিজেপি সাংসদ অর্জুন সিংকে পাল্টা চিঠি পাঠাবেন তিনি। জয় বাংলা লেখা সেই চিঠিতে পাল্টা বার্তা দেবেন মমতা। মোট কথা জয় শ্রীরামের বদলে জয় বাংলা লেখা চিঠি তিনি পৌঁছে দিতে চাইছেন মোদী ও অর্জুন সিংয়ের কাছে। এবার সেই কর্মসূচিতে একটু পরিবর্তন করে ১০ লক্ষ জয় হিন্দ লেখা পোস্টকার্ডও পাঠানো হচ্ছে।

সম্প্রতি জয় শ্রীরাম স্লোগান শুনে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার মেজাজ হারানোর পরই বিজেপি এই ইস্যুকে সামনে আনে। মমতা বন্দ্যোপাধ্যায় শেষপর্যন্ত পাল্টা আক্রমণ পথ নিল। মোট কথা, জাতীয় রাজনীতিতে এবার প্রবেশ করল জয় শ্রীরাম বনাম জয় হিন্দ বিতর্ক। মমতা বন্দ্যোপাধ্যায় জয় হিন্দের সঙ্গে যুক্ত করে দিলেন জয় বাংলা স্লোগানও।

English summary
Joy hind versus Joy Sriram battle starts between TMC and BJP. Mamata Banerjee decides to send letter written ‘Joy Bangla’ to Narendra Modi,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X