এ বছর ৯৫ পল্লীর পুজো ভাবনায় লৌকিক, মানুষের পাশে পুজো কমিটি
আর মাত্র একদিন বাদেই দুর্গা পুজো। অথচ হাইকোর্টের নির্দেশে মণ্ডপে প্রবেশ নিষেধ দর্শনার্থীদের। কিন্তু পুজোর সময় মায়ের মুখ না দেখলে কি চলে। তাই দুর থেকেই দর্শন হবে মায়ের। দক্ষিণ কলকাতার জনপ্রিয় পুজোগুলির মধ্যে একটি হল যোধপুর পার্কের ৯৫ পল্লী।

এ বছর করোনা সঙ্কটের কারণে বাজেট অল্প তাই এবারে তাদের থিম লৌকিক। পুজোর উদ্যোক্তা জানিয়েছেন, মানুষের পাশে দাঁড়িয়ে তাঁকে সাহায্য করার অপর নামই হল লৌকিক। সেই ভাবনাকেই ফুটিয়ে তোলা হয়েছে গোটা মণ্ডপে। প্রসঙ্গত, প্রত্যেক বছরই থিমের লড়াইয়ে আলাদা চমক থাকে এখানকার পুজোয়।

কিন্তু এ বছর আর সেভাবে কোনও চমক থাকছে না। পুজোর পাশাপাশি মার্চ মাস থেকেই সামাজিক কাজের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছে এই পুজো। রাজ্য সরকারের নির্দেশ মেনে তিন দিক খোলা রেখে মণ্ডপ তৈরি করা হয়েছে। তবে আচমকাই হাইকোর্টের নির্দেশে একটু হলেও বিপাকে পড়েছেন পুজো উদ্যোক্তারা। তবে দুর থেকে যাতে তাঁরা মণ্ডপ পরিদর্শন করতে পারেন সেই ব্যবস্থাই করা হবে।
দুর্গাপুজোর সমস্ত খবর, ছবি, ভিডিও দেখুন এক ক্লিকে
সন্তোষপুর লেক পল্লীর থিম ভাবনায় এবার মাটির কান্না, তুলে ধরা হয়েছে কুমোরপাড়াকে