বন্ধ হতে চলেছে পুরনিগম ও পুরসভায় জনপ্রতিনিধিদের কোটার চাকরি
এবার থেকে বন্ধ হতে চলেছে পুরনিগম ও পুরসভায় জনপ্রতিনিধিদের কোটার চাকরি। পুর মন্ত্রক ও নগরোন্নয়ন দফতরের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, রাজ্যের ১২৫টি পুর নিগম ও পুর সভার কোনওটিতেই এখন থেকে আর মেয়র থেকে শুরু করে চেয়ারম্যান, পুর পরিষদের সদস্য কিংবা কাউন্সিলরের আত্মীয়রা কেউ চাকরি পাবেন না৷ নির্দেশ নিশ্চিত করতে ডিরেক্টোরেট অব লোকাল বডিজ-কে বলা হয়েছে৷

একাধিক পুরসভায় নেতাদের ছেলে, ভাই, ভাইপো, পুত্রবধূ ছাড়াও দূর সম্পর্কের আত্মীয়রাও চাকরি পেয়েছেন একাধিকবার অভিযোগ উঠেছে। অনেক কাউন্সিলার আবার নিজের পদ ছেড়ে পুরসভার চাকরিতেও যোগ দিয়েছেন৷ আর এর জেরেই বাদ পড়েছেন সাধারণ চাকরিপ্রার্থীরা৷
এনিয়ে সম্প্রতি চুঁচুড়া পুরসভায় নিয়োগ প্রক্রিয়াতেও ব্যাপক স্বজনপোষণের অভিযোগ তুলেছেন সাধারণ চাকরিপ্রার্থীরা৷ পরিস্থিতির গুরুত্ব বুঝে এবার গোটা প্যানেল বাতিল করে দেয় পুর দফতর। এর পরই নড়েচড়ে বসে নবান্ন। নির্দেশে সাফ জানিয়ে দেওয়া দেওয়া হয়েছে, পুরসভা বা পুরনিগমে কোনও জনপ্রতিনিধির পরিবার, আত্মীয়স্বজন আর চাকরি পাবেন না৷ যদি পরিবারের কোনও সদস্যের নাম থাকে, সেই প্যানেল বাতিল হবে৷
একই সঙ্গে শূন্যপদ সৃষ্টি-সহ কর্মী সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব দেওয়া হয়েছে ডিএলবিদের উপরে। এপ্রসঙ্গে পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম জানান, জনপ্রতিনিধিরা তাঁদের আত্মীয়-স্বজনদের নিয়োগ দিলে মানুষের মনে বিরূপ ধারণা তৈরি হয়৷ ফলে, এখন থেকে সিলেকশন কমিটিতে যাঁরা থাকবেন, তাঁদের আত্মীয়রা চাকরি পাবেন না৷

বিজেপি-শিবসেনার নেতা ফড়নবীশ-রাউতের গোপন বৈঠক ঘিরে বোমা ফাটালেন অথওয়ালে! মারাঠা রাজনীতির পারদ