For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবার মমতার মমতা চান রাজ্যপাল! কোথায় খামতি, প্রশ্ন তুললেন রাজ্যপাল

বিভিন্ন বিষয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সঙ্গে তাঁর সম্পর্ক মোটেও ভাল নয়। রাজ্যপালের ডাকেওো রাজভবনে যাননি মুখ্যমন্ত্রী।

  • |
Google Oneindia Bengali News

বিভিন্ন বিষয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সঙ্গে তাঁর সম্পর্ক মোটেও ভাল নয়। রাজ্যপালের ডাকেওো রাজভবনে যাননি মুখ্যমন্ত্রী। সেই পরিস্থিতি, রাজ্যপালের মন্তব্য, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মমতা থেকে বঞ্চিত। তাঁর কোথায় খামতি আছে, প্রশ্ন তুলেছেন জগদীপ ধনকর।

শুরুটা করেছিলেন ভাইফোঁটার দাবি নিয়ে

শুরুটা করেছিলেন ভাইফোঁটার দাবি নিয়ে

মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে ভাইঁফোটা নিতে চেয়েছিলেন। কিন্তু সেই আমন্ত্রণ পাননি রাজ্যপাল। মুখ্যমন্ত্রী কাছ থেকে ভাইফোঁটা না পাওয়ার আক্ষেপ যায়নি রাজ্যপালের। রাজভবনে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে রাজ্যপাল বলেছিলেন, এবছর হয়নি তো কী হয়েছে পরের বছরে তিনি চেষ্টা করবেন।

রাজ্যপাল বলেছিলেন, আমন্ত্রণ জানালে আনন্দিত হবেন

রাজ্যপাল বলেছিলেন, আমন্ত্রণ জানালে আনন্দিত হবেন

এবছরেরই রাজ্যপাল মুখ্যমন্ত্রীর কাছ থেকে ভাইফোঁটা নিতে চেয়েছিলেন। রাজ্যপাল জানিয়েছিলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি কালীপুজো এবং ভাইফোঁটায় তাঁকে এবং তাঁর স্ত্রীকে আমন্ত্রণ জানান, তাহলে তিনি আনন্দিতই হবেন।

মুখ্যমন্ত্রী আমন্ত্রণ জানান কালীপুজোয়

মুখ্যমন্ত্রী আমন্ত্রণ জানান কালীপুজোয়

প্রতিবছরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কালীপুজো এবং ভাইফোঁটার অনুষ্ঠান হয়ে থাকে। উপস্থিত থাকেন মন্ত্রী থেকে শুরু করে পুলিশ প্রশাসনের কর্তা এবং গুণগ্রাহীরা। সেই ভাইফোঁটার অনুষ্ঠানেই যেতে চেয়েছিলেন রাজ্যপাল। কিন্তু মুখ্যমন্ত্রী রাজ্যপালকে কালীপুজোর আমন্ত্রণ জানান।

এবার মুখ্যমন্ত্রীর মমতা চান রাজ্যপাল

এবার মুখ্যমন্ত্রীর মমতা চান রাজ্যপাল

বরাহনগরে প্রতিবন্ধীদের এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রাজ্যপাল। সেখানে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মমতা থেকে বঞ্চিত তিনি। কোথায় তাঁর খামতি আছে, সেই প্রশ্নও করেন রাজ্যপাল।

একের পর এক বিষয় বিয়ে সংঘাত রাজ্যপাল-মুখ্যমন্ত্রীর

একের পর এক বিষয় বিয়ে সংঘাত রাজ্যপাল-মুখ্যমন্ত্রীর

রাজ্যের রাজ্যপাল নিযুক্ত হওয়ার পর থেকে যাদবপুরই হোক কিংবা নিরাপত্তা, কিংবা প্রশাসনিক বৈঠক একাধিকবার রাজ্য প্রশাসনের সঙ্গে সংঘাতে জড়িয়েছেন রাজ্যপাল। মূলত যাদবপুরে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে উদ্ধারে যাওয়ার দিন থেকে রাজ্য সরকার রাজ্যপাল সংঘাতের সূত্রপাত। এরপর ছিল জিয়াগঞ্জ হত্যাকাণ্ড নিয়ে মন্তব্য। শেষের ঘটনাটি হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন নিয়ে।

অমিত শাহের উদ্দেশে হুঁশিয়ারি সিদ্দিকুল্লার! মমতার সমর্থনেই উস্কানি, বললেন দিলীপঅমিত শাহের উদ্দেশে হুঁশিয়ারি সিদ্দিকুল্লার! মমতার সমর্থনেই উস্কানি, বললেন দিলীপ

২০১৯ ঝাড়খন্ড বিধানসভা নির্বাচন: বিজেপি খোয়াচ্ছে আরও একটি রাজ্য! দর্পে উড়ছে কং-জেএমএম পতাকা ২০১৯ ঝাড়খন্ড বিধানসভা নির্বাচন: বিজেপি খোয়াচ্ছে আরও একটি রাজ্য! দর্পে উড়ছে কং-জেএমএম পতাকা

English summary
Jagdeep Dhankhar says he is deprived of compassion of Mamata Banerjee. Governor said this at Baranagar.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X