For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যাদবপুরে ধুন্ধুমার : বিশৃঙ্খলার ঘটনায় রিপোর্ট তলব রাজ্যপালের

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ৭ মে : যাদবপুর বিশ্ববিদ্যালয় যেন সবসময় জতুগৃহ হয়েই রয়েছে। শুক্রবার রাতেও ফের ধুন্ধুমার বাঁধল ক্যাম্পাস চত্ত্বরে। ঘটনায় চার জনের বিরুদ্ধে যাদবপুর থানায় এফআইআর করা হয়েছে। এরা প্রত্যেকেই বহিরাগত ও এভিবিপির সদস্য বলে জানা গিয়েছে। গোটা ঘটনায় বিরক্ত রাজ্যপাল অবিলম্বে উপাচার্যের কাছে রিপোর্ট তলব করেছেন।

কেন বারবার হ্যাক হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট!

ঘটনার সূত্রপাত একটি সিনেমা দেখানো নিয়ে। জানা গিয়েছে, 'থিঙ্ক ইন্ডিয়া' নামে একটি সংগঠনের ব্যানারে এবিভিপির উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ভিতরে ত্রিগুণা সেন অডিটোরিয়ামটি ভাড়া নেওয়া হয়েছিল 'বুদ্ধ ইন আ ট্রাফিক জ্যাম' সিনেমাটি দেখানোর জন্য।

যাদবপুরে ধুন্ধুমার : বিশৃঙ্খলার ঘটনায় রিপোর্ট তলব রাজ্যপালের

'হেট স্টোরি' খ্যাত পরিচালক বিবেক অগ্নিহোত্রী এই ছবিটি পরিচালনা করেছেন। এতে উগ্র বামপন্থার বিরুদ্ধাচরণ করে নানা কথা বলা হয়েছে বলে দাবি। শুক্রবার যাদবপুরে ছবিটি প্রদর্শনের কথা ছিল। কিন্তু বৃহস্পতিবার বিকেলবেলা যাদবপুর অ্যালমনি অ্যাসোসিয়েশন হঠাৎই বুকিং বাতিল করে দেয়। এরপরে ক্যাম্পাস মাঠে ছবিটি দেখানো শুরু হলে এবিভিপির বহিরাগত সদস্যরা বিশ্ববিদ্যালয় ভরাতে শুরু করেন।

বাংলার সেরা যাদবপুর বিশ্ববিদ্যালয়, রিপোর্টে বলল 'ন্যাক'

অন্যদিকে পড়ুয়ারাও ক্যাম্পাসের মধ্যেই অন্য একটি ছবি অন্য জায়গায় চালিয়ে দেয়। এই খবর কর্তপক্ষের কাছে পৌঁছলে দুটি সিনেমাই তৎক্ষণাৎ বন্ধের নির্দেশ দেন কর্তৃপক্ষ। এরপরই দু'পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। অভিযোগ, এরই মাঝে কয়েকজন ছাত্রছাত্রীর শ্লীলতাহানি করেন কয়েকজন এবিভিপি সমর্থক। এর মধ্যে চারজনকে ধরে মারধরও করা হয়।

এই খবর পেয়ে সেখানে এসে উপস্থিত হন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায় সহ বিজেপি নেতৃত্ব। বিক্ষোভ আরও বাড়তে শুরু করলে উপাচার্য এসে উপস্থিত হন। তিনি দুপক্ষকে শান্ত করার চেষ্টা করেন। ঘটনার পরে ছাত্রছাত্রীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ দায়ের করা হয়েছে এবিভিপির তরফে। অন্যদিকে এবিভিপি সমর্থকদের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেছে পড়ুয়ারা।

প্রসঙ্গত এর আগে এই শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করেই 'হোক কলরব' এর মতো বিক্ষোভ সামলাতে হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্য়ালয়কে। এর পরে এই ঘটনার পরে রাজ্যপাল কী পদক্ষেপ করেন সেটাই এখন দেখার।

English summary
Jadavpur University students clashes : Governor seeks report
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X