For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের ভারত সেরার শিরোপা, গেট-এ প্রথম যাদবপুরে অর্ণব অধিকারী

ফের ভারত সেরা যাদবপুর। গেট-এ ভারত সেরা হয়েছেন যাদবপুরের অর্ণব অধিকারী। তিনি ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনের ছাত্র। কম্পিউটার সায়েন্সে তৃতীয় হয়েছেন যাদবপুরের সাহিল।

  • |
Google Oneindia Bengali News

ফের ভারত সেরা যাদবপুর। গেট-এ ভারত সেরা হয়েছেন যাদবপুরের অর্ণব অধিকারী। তিনি ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনের ছাত্র। কম্পিউটার সায়েন্সে তৃতীয় হয়েছেন যাদবপুরের সাহিল। একই বিষয়ে নবম স্থান পেয়েছেন চন্দ্রাশিস মজুমদার। অন্যদিকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ ষষ্ঠস্থান পেয়েছেন লোহিত কয়াল।

ফের ভারত সেরার শিরোপা, গেট-এ প্রথম যাদবপুরে অর্ণব অধিকারী

এর আগে এশিয়া মহাদেশের সেরা ১০০ টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে স্থান করে নিয়েছিল যাদবপুর। এমন কী এশিয়ার মধ্যে ভারত সেরার তালিকায় ছিল যাদবপুরের নাম। দেশের সেরা দশটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে জায়গা করে নিয়েছিল যাদবপুর। কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের পক্ষ থেকে এই তালিকা প্রকাশ করা হয়েছিল। সেই যাদবপুরের ছাত্ররাই এবার গেট-এ সেরা হওয়ায় ছাত্রছাত্রী থেকে শিক্ষক সকলেই খুশি।

দিন কয়েক আগেই মূর্তি ভাঙার রাজনীতিতে জড়িয়ে পড়েছিল যাদবপুরের নাম। বিষয়টি নিয়ে দিল্লির সর্বোচ্চ নেতৃত্বকে জানিয়েছিল রাজ্য বিজেপি নেতৃত্ব। এরই মধ্যে যাদবপুরকে 'ইনস্টিটিউট অব এমিনেন্স' করার বিষয়টি কেন্দ্রের বিবেচনায় রয়েছে বলে সামনে আসে। কিন্তু ছাত্রছাত্রীদের অতিবাম রাজনীতিতে জড়িয়ে পড়ার ঘটনায় বিষয়টি নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। তবে এই ফলাফলে 'ইনস্টিটিউট অব এমিনেন্স' করার প্রক্রিয়া আরও তরান্বিত হবে বলেই মনে করছেন শিক্ষাবিদরা।

এর আগেও রাজনীতি আঙিনায় চলে এসেছিল যাদবপুরের নাম। বিজেপি বিরোধী নানা আন্দোলনে অংশ নিয়েছিলেন যাদবপুরের অনেক ছাত্রছাত্রী। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অশালীন ভাষায় ছাত্রছাত্রীদের ঠ্যাঙানি দেওয়ার হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ। বিজেপি নেতাদের সঙ্গে প্রায় সুর মিলিয়েই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বিরুদ্ধে সরব হয়েছিলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। বলেছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয় গণ্ডগোল বিশৃঙ্খলার আখড়া হয়ে উঠেছে। কিন্তু এত সব কিছুর সঙ্গে যাদবপুরে যে পড়াশোনাটাও হয় কিংবা সেরা ছাত্রছাত্রীরা যান, এই ফলাফলের নিরিখে তা আরও একবার পরিষ্কার হয়ে গেল বলেই মনে করছেন সেখানকার ছাত্রছাত্রী এবং অধ্যাপক মহল।

English summary
Jadavpur University student Arnab Adhikari gets First in GET
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X