For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অনশনরত পড়ুয়াদের মুখোমুখি উপাচার্য! কাতর আবেদনেও কাটল না যাদবপুরের জট

উপাচার্য সুরঞ্জন দাস আগেই চিঠি লিখেছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অনশনরত আন্দোলনকারী পড়ুয়াদের উদ্দেশ্যে। এবার সরাসরি আন্দোলনকারীদের মুখোমুখ হলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

Google Oneindia Bengali News

উপাচার্য সুরঞ্জন দাস আগেই চিঠি লিখেছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অনশনরত আন্দোলনকারী পড়ুয়াদের উদ্দেশ্যে। এবার সরাসরি আন্দোলনকারীদের মুখোমুখ হলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। জানালেন কাতর আবেদন। বললেন, 'বুঝতে পেরেছি, তোমরা আর আমাকে চাইছ না। চেয়ারে বসে যতটুকু করার করেছি। এর বেশি কিছু করার ছিল না আমার।'
সোমবার বিশ্ববিদ্যালয়ে পা দিয়েই অনশনরত ছাত্রছাত্রীদের কাছে আসেন উপাচার্য। তাঁদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

অনশনরত পড়ুয়াদের মুখোমুখি উপাচার্য! কাতর আবেদনেও কাটল না যাদবপুরের জট

তখনই আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। প্রিয় ছাত্রছাত্রীদের উদ্দেশ্য করে বলে ওঠেন, 'তোমরা আর আমাকে চাইছো না। কিন্তু তোমরা জেনে রাখো এর বাইরে আমার আর কিছুই করার ছিল না। এই সিদ্ধান্ত পুরোপুরি কর্মসমিতির।' উপাচার্য এরপর অনশন প্রত্যাহার করার অনুরোধ জানান।

যদিও উপাচার্যের কাতর আবেদনের পরও জট কাটেনি। আন্দোলনের পথ থেকে সরে আসেননি ছাত্রছাত্রীরা। তাঁরা যথারীতি অনশন চালিয়ে যাচ্ছেন। অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। রেজিস্ট্রারও অনশনে অসুস্থ ছাত্রছাত্রীদের পাশে এসে দাঁড়িয়েছেন। জানিয়েছেন, এদিনই রাজ্যপালের আবেদন আসবে। ফের কর্মসমিতির বৈঠক ডাকা হয়েছে। সেই বৈঠকেই সিদ্ধান্ত হবে।

এর আগে উপাচার্য রাজভবনে যান, শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করেন। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও রাজভবনে গিয়ে আচার্য রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর সঙ্গে দেখা করেন। তারপর ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে যান। এই মর্মে রাজ্য সরকারও কী অবস্থান নেন, তার উপর নির্ভর করছে অনেক কিছুই। সর্বোপরি চোখ যাদবপুরের কর্মসমিতির বৈঠকের উপর।

উল্লেখ্য, প্রবেশিকা পরীক্ষার দাবিতে বিক্ষোভ-আন্দোলনের পর শুক্রবার রাত থেকে অনশনে বসেছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালের পড়ুয়ারা। পাশাপাশি অবস্থান বিক্ষোভও চালাচ্ছিলেন তাঁরা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষা প্রত্যাহার করে নেওয়ার পর থেকেই অশান্তির আগুন ছড়িয়ে পড়ে। পুরো ৩০ ঘণ্টা আটক থাকার পর ঘেরাও মুক্ত হন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস। তবে প্রবেশিকা সংক্রান্ত দাবি না মেনে নেওয়া পর্যন্ত অনশন আন্দোলন থেকে ছাত্রছাত্রীরা সরবেন না বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।

English summary
Jadavpur University’s VC appeals to students to withdraw hunger strike. Students are not agree to withdraw strike until fulfillment their demand of entrance test,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X