For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাম ছাত্র সংগঠন ও এবিভিপির পরস্পর বিরোধী প্রতিবাদে তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ১৮ জানুয়ারি : সুদূর দিল্লিতে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে গোলমালের জেরে মিছিল ও স্লোগানে উত্তপ্ত হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এবার সেই ঘটনার রেশ ধরেই আরও বড় ঝামেলার আশঙ্কা তৈরি হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে।

জেএনইউ-তে দেশদ্রোহিতা ও অন্য অভিযোগে ছাত্রনেতা কানহাইয়া কুমার গ্রেফতার হওয়ার পর থেকেই প্রতিবাদ শুরু হয় যাদবপুরেও। মিছিল করে জাতীয়তাবাদী ও ধর্মনিরপেক্ষতার পাশাপাশি আফজল গুরু ও গিলানির নামেও স্লোগান দেয় কয়েকজন পড়ুয়া।

বাম ও এবিভিপির পরস্পর বিরোধী প্রতিবাদে তপ্ত যাদবপুর

এরপরে রাডিক্যাল সংগঠনের পোস্টারে মিটিং মিছিল শুরু হলে তাদের পোস্টার ক্যাম্পাসে ঢুকে একদল পড়ুয়া ছিঁড়ে দেয় বলে অভিযোগ। এরপরই আশঙ্কা তৈরি হয়েছে ঝামেলার।

কারণ একদিকে রয়েছে বামপন্থী ছাত্র সংগঠনগুলি। যারা জেএনইউ-এর প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছে। অন্যদিকে রয়েছে এবিভিপি-র সমর্থিত পড়ুয়াদের একাংশ।

এদিন সকাল থেকেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাম ছাত্র সংগঠনের ছাত্রছাত্রীরা পোস্টার ছেঁড়ার প্রতিবাদ করে মিছিল করে। অন্যদিকে এবিভিপি-ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাম ছাত্রদের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য বিশ্ববিদ্যালয়ের গেটের বিক্ষোভ দেখাতে শামিল হয়েছে। এই পরিস্থিতিতে বিপদের আশঙ্কায় অধ্যাপকেরাও প্রমাদ গুণছেন।

English summary
Jadavpur University : Left wing students and ABVP protest against each other
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X