For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শুনানি চলাকালীন ক্ষিপ্ত আইএস জঙ্গি আবু মুসা, কলকাতা সেশন কোর্টের বিচারককে আক্রমণ

বর্ধমান বিস্ফোরণের সঙ্গে যুক্ত থাকার অপরাধে ২০১৭-য় গ্রেফতার করা হয়েছিল আইএসআইএস জঙ্গি আবু মুসাকে। এদিন শুনানির জন্য তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল কলকাতা সেশন কোর্টে।

  • |
Google Oneindia Bengali News

বর্ধমান বিস্ফোরণের সঙ্গে যুক্ত থাকার অপরাধে ২০১৭-য় গ্রেফতার করা হয়েছিল আইএসআইএস জঙ্গি আবু মুসাকে। এদিন শুনানির জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছিল কলকাতা সেশন কোর্টে। শুনানি চলাকালীন সে বিচারককে আক্রমণ করে। বেঁচে যান বিচারক ছাড়াও অন্য আইনজীবীরা।

বিচারককে লক্ষ্য করে জুতো

বিচারককে লক্ষ্য করে জুতো

সূত্রের খবর অনুযায়ী, শুনানি চলাকালীন আদালত কক্ষের মধ্যে ক্ষিপ্ত হয়ে ওঠে মুসা। বিচারক প্রসেনজিত বিশ্বাসকে লক্ষ্য করে জুতো ছোঁড়ে সে। যদিও লক্ষ্য ব্যর্থ হলেও, তা এক আইনজীবীর গা ঘেঁসে চলে যায়।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানির আবেদন

ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানির আবেদন

বর্তমানে মুসা এনআইএ হেফাজতে, কলকাতার প্রেসিডেন্সি সংশোধনাগারে রয়েছে।

এদিন এই ঘটনার জেরে এনআইএ-র তরফ থেকে এর পরবর্তী সময়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুসার শুনানির জন্য আবেদন জানানো হয়েছে।

আগেও আক্রমণ মুসার

আগেও আক্রমণ মুসার

এর আগে মুসা জেলের ভিতরে অন্য বন্দিদেরা আক্রমণ করেছে। জানুয়ারিতে মুসা পিভিসি পাইপ নিয়ে আক্রমণ করেছিল হেড ওয়ার্ডেন অমল কর্মকারকে। মাথায় গুরুতর আঘাত পেয়েছিলেন ওয়ার্ডেন। ২০১৭ সালে গ্রেফতার হওয়ার পরেও মুসা আলিপুর সংশোধনাগারের এক ওয়ার্ডেনকে আক্রমণ করেছিল।

২০১৬তে বর্ধমান থেকে গ্রেফতার

২০১৬তে বর্ধমান থেকে গ্রেফতার

২০১৬ সালে বর্ধমান স্টেশন থেকে গ্রেফতার করা হয়েছিল মুসাকে। হাওড়া-বিশ্বভারতী ফাস্টপ্যাসেঞ্জার ট্রেন থেকে তাকে গ্রেফতার করা হয়েছিল। তার হেফাজত থেকে একটি ছুরি ও বন্দুক উদ্ধার করেছিল সিআইডি।

English summary
ISIS member and Burdwan Blast accused Abu Musa attacks Calcutta session court judge
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X