For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফিরহাদের সঙ্গে দূরত্ব বাড়াতে তৃণমূল কি পার্থ না মহুয়া 'লাইনে'? কুণাল ঘোষের মন্তব্যে জল্পনা

ফিরহাদের সঙ্গে দূরত্ব বাড়াতে তৃণমূল কি পার্থ না মহুয়া 'লাইনে'? কুণাল ঘোষের মন্তব্যে জল্পনা

  • |
Google Oneindia Bengali News

পার্থ চট্টোপাধ্যায় জেলে গিয়েছেন ইডির হাত ধরে। অনুব্রত মণ্ডলকে জেলে নিয়ে গিয়েছে সিবিআই। এছাড়াও রাজ্যের অনেক শাসক নেতার বিরুদ্ধেই ইডি-সিবিআই-এর তদন্ত চলছে। তার মধ্যে কেউ কেউ আবার জেলও ঘুরে এসেছে। তার মধ্যে একজন হলে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) । তাঁর করা মন্তব্যে মান্যতা দিতে রাজি নয় তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ।

নারদের পিছনে অভিষেক, বলেছিলেন শুভেন্দু

নারদের পিছনে অভিষেক, বলেছিলেন শুভেন্দু

সাম্প্রতিক সময়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন তাঁর সব কাগজ তৈরি রয়েছে। পিসি-ভাইপো কি পারবেন গত ১০ বছরে তাঁদের সম্পত্তির হিসেব দিতে। পাশাপাশি তিনি বলেছিলেন, নারদ মামলায় চক্রান্ত করা হয়েছে। পিছনে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনিই কেডি সিংকে দিয়ে স্টিং অপারেশন করিয়েছিলেন। তিনি ছাড়াও তৃণমূলের অবন্য নেতাদের ফাঁসানো হয়েছিল বলে অভিযোগ করেছিলেন শুভেন্দু অধিকারী।

নারদ নিয়ে ফিরহাদ হাকিম

নারদ নিয়ে ফিরহাদ হাকিম

নারদ মামলায় জেলে গিয়েছিলেন ফিরহাদ হাকিম। ওই একই মামলায় জেলে গিয়েছিলেন প্রয়াত সুব্রত মুখোপাধ্যায় এবং প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ও। শুভেন্দুর অধিকারীর মন্তব্যের প্রেক্ষিতে ফিরহাদ হাকিম বলেছিলেন নারদ মামলায় ঠিক কী হয়েছিল তা বিরোধী দলনেতাই বলে দিয়েছেন।

তৃণমূলের 'ফিরহাদ' অস্বস্তি

তৃণমূলের 'ফিরহাদ' অস্বস্তি

রাজ্যের দাপুটে মন্ত্রী ফিরহাদ হাকিম নারদ নিয়ে শুভেন্দু অধিকারীর মন্তব্যে কার্যত মান্যতা দিয়ে দিয়েছেন। নারদ নিয়ে শুভেন্দু অধিকারীর মন্তব্যকে সমর্থন করে তিনি কার্যত বিরোধী দলনেতার অভিযোগকে কি সমর্থন করেছেন বলেই মনে করছে রাজনৈতিক মহলের একটা বড় অংশ। ফিরহাদ হাকিমের ওই মন্তব্য নিয়ে তৃণমূলের অভ্যন্তরেও নানা কথা উঠছে। দল যে সময় বিভিন্ন কারণে সংকটে, সেই সময় ফিরহাদ হাকিমের মন্তব্য অস্বস্তি বাড়িয়েছে বলেই মনে করছে তৃণমূলের অন্দরমহল।

ফিরহাদকে নিয়ে কুণাল ঘোষ

ফিরহাদকে নিয়ে কুণাল ঘোষ

ফিরহাদের মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ এদিন বলেছেন, যিনি বলেছেন, তিনিই ব্যাখ্যা দিতে পারবেন। এব্যাপারে দল কোনও মন্তব্য করবে না। এর থেকেই পরিষ্কার ফিরহাদ হাকিম শুভেন্দু অধিকারীর মন্তব্যকে সমর্থন করে যে বিবৃতি গিয়েছে তা দলের মন্তব্য নয়।

 পার্থ-র সঙ্গে দূরত্ব, মহুয়ার সঙ্গেও দূরত্ব

পার্থ-র সঙ্গে দূরত্ব, মহুয়ার সঙ্গেও দূরত্ব

কালী নিয়ে বিতর্ক বৃদ্ধির পরে তৃণমূলের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র যা বলেছেন, তা সমর্থন করে না তৃণমূল কংগ্রেস। স্পষ্টই দূরত্ব তৈরি করেছিল তৃণমূল কংগ্রেস। আর সাম্প্রতিক সময়ে পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে দলের অবস্থানও স্পষ্ট করেছেন দমদমের সাংসদ বর্ষীয়ান সৌগত রায়। তিনি বলেছেন, পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার করা হয়েছে। কিন্তু অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে তা হয়নি।

English summary
Is Trinamool Congress is increasing distance from Firhad Hakim speculation arises on Kunal Ghosh's comments
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X