For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলকাতায় কি মানুষ থাকে, অগ্নিশর্মা বিচারপতি ছুড়লেন প্রশ্ন

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

কলকাতা
কলকাতা, ১৯ জুন: ট্রামের আওয়াজ অসহ্য! এর জেরে মানুষ অসুস্থ হয়ে পড়ছে। কলকাতা কি মানুষের বসবাসের যোগ্য? এমনই প্রশ্ন তুললেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি অরুণকুমার মিশ্র।

পরিবেশ দূষণ-সংক্রান্ত একটি মামলা গতকাল অর্থাৎ বুধবার উঠেছিল প্রধান বিচারপতির এজলাসে। রাগত স্বরেই তিনি বলেন, "এটা কি শহর? এখানে ভোরবেলায় ট্রামের আওয়াজে মানুষ ঘুমোতে পারে না। সকাল থেকে গভীর পর্যন্ত শহরবাসীকে ট্রামের ওই শব্দ শুনতে হয়। বাড়িতে পাশে বসা লোকের সঙ্গে পর্যন্ত ওই আওয়াজের কারণে কথা বলা যায় না। এ রকম অবস্থা পৃথিবীর আর কোথাও নেই। অসহনীয়। ট্রামের আওয়াজে মানুষ অসুস্থ হয়ে পড়ছে। কলকাতা শহরে কি মানুষ বাস করে?"

তিনি আরও বলেন, "আমি ট্রাম বন্ধ করার কথা বলছি না। কিন্তু রাজ্য সরকারের উচিত ট্রামের এই বিকট শব্দ বন্ধ করতে অবিলম্বে ব্যবস্থা নেওয়া।" রাজ্য সরকারের আইনজীবী অশোক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে তাঁর মন্তব্য, "আপনারা কিছুই করছে না। কিছু মানুষকে সন্তুষ্ট করার চেষ্টা করছেন শুধু। সাধারণ মানুষের মঙ্গলে কিছুই করা হচ্ছে না।"

কিছুদিন আগেও অনুরূপ একটি মামলায় তিনি রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে নির্দেশ দিয়েছিলেন, ট্রামের শব্দ নিয়ে রিপোর্ট দিতে। তারা জানিয়েছিল, ট্রামের কারণে মহানগরীতে শব্দ দূষণ ছড়াচ্ছে। তখন রাজ্য সরকারকে তিনি নির্দেশ দিয়েছিলেন, এই আওয়াজ বন্ধ করতে ব্যবস্থা নিতে হবে। কিন্তু তারা কোনও পদক্ষেপ না নেওয়ায় এ বার রেগে আগুন হয়ে যান প্রধান বিচারপতি।

অবশ্য এ বারের মামলাটি ট্রাম নিয়ে হয়নি। হয়েছিল শিবপুরের বটানিক্যাল গার্ডেন নিয়ে। ওই উদ্যানে গাছগুলির যত্ন ঠিকঠাক নেওয়া হচ্ছে না, এই অভিযোগে মামলা করেছিলেন পরিবেশকর্মী সুভাষ দত্ত। তিনি আরও অভিযোগ করেছেন, নানা কারণে বাগানের পরিবেশ দূষিত হচ্ছে। এই মামলার পরিপ্রেক্ষিতেই ক্ষোভ উগরে দেন প্রধান বিচারপতি অরুণকুমার মিশ্র।

English summary
Is Kolkata a good city to live, furious Chief Justice of Calcutta HC asks State Govt
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X