For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএলের স্টাইলে পাড়ার ক্রিকেট, নিলামের ধরণ শুনলে চমকে যাবেন

Array

Google Oneindia Bengali News

আইপিএল ভারতের কার্যত জাতীয় উৎসবগুলির অন্যতম। ২০০৮ সালে প্রথম আইপিএল নিলামের সময় ভারতীয় ক্রিকেট চিরতরে পরিবর্তিত হয়। তখন থেকে, নিলাম প্রক্রিয়াটি প্রতি বছর লিগে অংশগ্রহণকারী ভারতীয় এবং বিদেশী খেলোয়াড়দের ভাগ্য নির্ধারণ করে। কোটি কোটি টাকার বিনিময়ে প্লেয়ারদের কেনা হয়। হয় নিলাম। ঠিক এমন ভাবেই নিলামে প্লেয়ার কিনে টুর্নামেন্ট হল কলকাতার পাড়া টুর্নামেন্টে। তবে নিলাম হল একটু অন্যভাবে।

আইপিএলের স্টাইলে পাড়ার ক্রিকেট, নিলামের ধরণ শুনলে চমকে যাবেন

এই টুর্নামেন্টে নিলাম টাকায় হল না, নিলাম হল কয়েনের মাধ্যমে। আই পি এলের স্টাইলে ক্রিকেট ম্যাচ নব নালন্দার প্রাক্তনীদের। এবং টিম মালিকদের মধ্যে আছেন মদন মিত্রের বড় বৌমাও। নিলাম হয়েছে ঠিকই। তবে টাকার নেই এখানে নিলাম হল হাজার কয়েনে। এতেই হল নিলাম। হল দুর্দান্ত টুর্নামেন্ট। আর এই টুর্নামেন্টের স্থান টার্ফ ক্লাব।

আয়োজকরা জানালেন যে, "আমাদের নিলামে টাকা পয়সা নেই। আছে শুধু কয়েন, হাজার কয়েনে একটা একটা দল থেকে প্লেয়ার কিনতে হবে। ব্যাটার , বোলার, অলরাউন্ডার, উইকেটকিপার সবার জন্য একটা মিনিমাম কয়েন খরচের নিয়ম আছে। এবার আপনি যত বেশি দিয়ে প্লেয়ার কিনবেন সেটা আপনার ব্যপার"।

প্রসঙ্গত আইপিএলে নিলামের অপ্রত্যাশিত প্রকৃতি একে আরও উত্তেজনাপূর্ণ করে তোলে কারণ কিছু অজানা দেশীয় খেলোয়াড় বহু-মিলিয়ন ডলারের চুক্তি পায় যেখানে অনেক প্রমাণিত আন্তর্জাতিক পারফর্মার অবিক্রিত হয়ে যায়।

আইপিএল নিলাম হল একটি বার্ষিক ইভেন্ট যা বিসিসিআই বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির কাছে ক্রিকেট খেলোয়াড়দের নিলাম করার জন্য পরিচালনা করে। একটি উত্সর্গীকৃত নিলামকারী এই বহু-দিনের ইভেন্টের কার্যক্রম নিয়ন্ত্রণ করে। আইপিএল ফ্র্যাঞ্চাইজি তালিকাভুক্ত খেলোয়াড়দের জন্য প্রচণ্ড বিড করেছে। প্রতিটি আইপিএল দলের জন্য একটি স্থির স্কোয়াড দিয়ে নিলাম শেষ হয়।

একটি আইপিএল ফ্র্যাঞ্চাইজির পার্সে সম্পূর্ণ কিটি ব্যবহার করার প্রয়োজন নেই, তবে সাম্প্রতিক নিয়ম অনুযায়ী, তাদের পার্সের ৭৫% খরচ করতে বাধ্য করা হয়েছে যার পরিমাণ ৬০ কোটি টাকা। ফ্র্যাঞ্চাইজিগুলি অবশ্যই যতটা ইচ্ছা ৮০ কোটির কাছাকাছি যেতে পারে৷ বর্তমানে, সিএসকে খেলোয়াড়দের বেতনের জন্য ৭৯.৮৫ কোটি খরচ করেছে এবং পার্সে মাত্র ১৫ লাখ বাকি আছে।

ফ্র্যাঞ্চাইজিরা তাদের পছন্দের খেলোয়াড় এবং তাদের কাছে থাকা অর্থকে ঘিরে তাদের কৌশল তৈরি করে। এটি প্রায়শই গুরুত্বপূর্ণ প্রমাণিত হয়েছে যে ফ্র্যাঞ্চাইজিগুলি সঠিক মুহূর্তে ব্যবহার করার জন্য পার্সে কিছু টাকা রাখে।

২০১৯ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত সর্বশেষ আইপিএলে নিলামে, কিংস ইলেভেন পাঞ্জাবের কাছে সর্বাধিক পরিমাণ - ৪২.৭০ কোটি বাকি ছিল। তারা গ্লেন ম্যাক্সওয়েল এবং শেলডন কটরেলের মতো প্রধান খেলোয়াড়দের জন্য প্রচুর বিড করতে পারে এবং শেষ পর্যন্ত তাদের কিনতে সক্ষম হয়েছিল।

English summary
ipl style cricket auction happened in the city
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X