For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১২ হাজার কোটির বিনিয়োগে নিয়ে মমতার বাংলায় আইওসি! কর্মসংস্থানের আশ্বাস

পশ্চিমবঙ্গে প্রায় ১২ হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে মহারত্ন হিসেবে পরিচিত ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। রাজ্যের শিল্প দফতর সূত্রে এমনটাই জানা গিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

পশ্চিমবঙ্গে প্রায় ১২ হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে মহারত্ন হিসেবে পরিচিত ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। রাজ্যের শিল্প দফতর সূত্রে এমনটাই জানা গিয়েছে। রাজ্যে মূলত আইওসির পরিকাঠামোগুলোর আপগ্রেডেশনের জন্য এই টাকা বিনিয়োগ করা হবে। এর ফলে রাজ্যে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে শিল্প দফতর সূত্রে খবর।

১২ হাজার কোটির বিনিয়োগে নিয়ে মমতার বাংলায় আইওসি! কর্মসংস্থানের আশ্বাস

পারাদ্বীপ রিফাইনারি থেকে কল্যাণী এবং দুর্গাপুরের মধ্যে গ্যাস পাইপলাইন বসানো হবে। তা ছাড়াও রাজ্যে থাকা বটলিং প্ল্যান্টের ক্ষমতা বাড়ানো, খড়গপুরে নতুন বটলিং প্ল্যান্ট তৈরির জন্য প্রায় চার হাজার কোটি টাকা খরচ করা হবে। এছাড়াও হলদিয়া রিফাইনারির ক্ষমতা বাড়াতে প্রায় সাড়ে সাতহাজার কোটি টাকা খরচ করা হবে।

পশ্চিমবঙ্গ কিংবা পূর্বের রাজ্যগুলিতে কোনও প্রাকৃতিক গ্যাস গ্রিড নেই। ফল স্বরূপ পরিবহণ, শিল্প কিংবা গৃহস্থলি, কেউই পর্যাপ্ত গ্রিন ফুয়েল পাচ্ছেন না। ওপরের বিনিয়োগে পরিস্থিতির বদল হবে বলে অনুমান আইওসির। কল্যাণী ও দুর্গাপুরের বটলিং প্ল্যান্টের সংযোগ সম্পূর্ণ হয়ে যাবে সেপ্টেম্বরে। পরবর্তী পর্যায়ে বজবজের বটলিং প্ল্যান্টকেও এই প্রক্রিয়ায় যুক্ত করা হবে।

খড়গপুরে নতুন বটলিং প্ল্যান্ট তৈরি করতে পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন নিগম থেকে জমি পাওয়া গিয়েছে। সেখানে মার্চ ২০১৯-এর মধ্যে এই কাজ সম্পূর্ণ হয়ে যাবে বলে জানা গিয়েছে।

English summary
IOC will invest about twelve thousand crore in West Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X